• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

দেশে দুর্ভিক্ষের কোনো শঙ্কা নেই: কৃষিমন্ত্রী

প্রকাশ:  ১১ অক্টোবর ২০২২, ২২:৫১
নিজস্ব প্রতিবেদক

কৃষিমন্ত্রী ড. আব্দুল রাজ্জাক বলেছেন, দেশে ১৮ লাখ টন ধান, চাল ও গম মজুদ আছে। দুর্ভিক্ষের কোনো শঙ্কা নেই। এ বছর লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আমনের ফলন হয়েছে।

মঙ্গলবার (১১ অক্টোবর) সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সম্পর্কিত খবর

    আব্দুর রাজ্জাক বলেন, সারা পৃথিবীতে সমস্যা, আমরা আলাদা নই। দেশে চাল মজুদ আছে প্রায় ১৬ লাখ টন। ধান ৩৭ হাজার টন ও গম ১ লাখ ৬৯ টন। যা ১০ থেকে ১২ লাখ টন থাকা উচিত। কার্তিক-আশ্বিন মাসে ১৮ লাখ টন খুব ভালো মজুদ। তাই নিশ্চয়তা দিতে পারি যে, দেশে দুর্ভিক্ষের কোনো সুযোগ নেই।

    তিনি বলেন, সারা পৃথিবীর মানুষ শঙ্কায় আছে। মানুষ উদ্বিগ্ন, একটা ব্যাপক মন্দা হতে পারে। খাদ্য সংকটও দেখা দিতে পারে। নাগরিকদের আমরা সচেতন করছি।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close