• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

রানির শেষকৃত্যানুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশ:  ১৯ সেপ্টেম্বর ২০২২, ১৮:৩৭
পূর্বপশ্চিম ডেস্ক

রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সঙ্গে তার ছোট বোন শেখ রেহানা উপস্থিত আছেন।

সোমবার (১৯ সেপ্টেম্বর) ভোর থেকে লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে ব্রিটেনের প্রয়াত রানিকে চিরবিদায় দেওয়ার প্রক্রিয়া শুরু হয়।

প্রথমে ওয়েস্টমিনস্টার হল থেকে রানির কফিন ওয়েস্টমিনস্টার অ্যাবেতে নেওয়া হয়। সেখানে কয়েক হাজার লোকের উপস্থিতিতে ধর্মীয় প্রার্থনা হয়েছে। রানিকে সম্মান জানানোর বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে রানির মরদেহ উইন্ডসর ক্যাসেলে নেওয়া হবে এবং সেখানে আরেকটি প্রার্থনার পর পারিবারিকভাবে রানিকে সমাহিত করা হবে।

বৃটিশ রাজপরিবার ছাড়াও ইউরোপের বিভিন্ন রাজপরিবারের সদস্যরা এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী লিজ ট্রাস, কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ডসহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা রানির অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিয়েছেন।

রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও তার স্ত্রী জিল বাইডেন, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ ও তার স্ত্রী ব্রিজিত মাক্রোঁ, জাপানের রাজা নারুহিতো, ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভাণ্ডারী, আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট মাইকেল ডি হিগিন্স, নরওয়ের রাজা হার্লড, ডেনমার্কের রানি দ্বিতীয় মার্গারেট, জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ এবং রানি রানিয়া আল-আবদুল্লাহ, কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি, বাহরাইনের রাজা হামাদ বিন ইসা আল খলিফা, ওমানের সুলতান হাইথাম বিন তারিক, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন, সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী ও ভাইস প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমসহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা যোগ দিয়েছেন।

গত ৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে ব্রিটেনের সবচেয়ে দীর্ঘমেয়াদি রাজশাসক রানি দ্বিতীয় এলিজাবেথ মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর। রানি দ্বিতীয় এলিজাবেথ ১৯৫২ সালে সিংহাসনে আরোহণ করেছিলেন।

রোববার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাকিংহাম প্যালেসে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সম্মানে ব্রিটেনের নতুন রাজা তৃতীয় চার্লসের সংবর্ধনায় অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানা।

রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে গত ১৫ সেপ্টেম্বর লন্ডন আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লন্ডন সফর শেষে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশন যোগ দিতে সোমবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে লন্ডন থেকে যুক্তরাষ্ট্রের নিউইর্য়ক যাবেন তিনি।

পূ্বপশ্চিমবিডি/এসএম

প্রধানমন্ত্রী,শেষকৃত্যানুষ্ঠান,রানি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close