• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

ভারত ৫ দিন আগেই দিবে বন্যার পূর্বাভাস

প্রকাশ:  ২৬ আগস্ট ২০২২, ২১:৪৪ | আপডেট : ২৬ আগস্ট ২০২২, ২১:৪৯
আন্তর্জাতিক ডেস্ক

ভারত এখন থেকে বন্যার ৫ দিন আগে পূর্বাভাস দেওয়ার অঙ্গীকার করেছে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।

ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত যৌথ নদী কমিশনের (জেআরসি) ৩৮তম মন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে ঢাকায় ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

এক যুগ পর বাংলাদেশ ও ভারতের মধ্যকার জেআরসি বৈঠক বৃহস্পতিবার (২৫ আগস্ট) নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়।

বৈঠকের বিষয়ে প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘১২ বছর পরে বৈঠকটি আন্তরিক পরিবেশে সফলতার সাথে হয়েছে। প্রতিবছর বৈঠক করার আশা ভারতের। দুই দেশের মধ্যে ৫৪টি অভিন্ন নদী। আগামী মাসের প্রথম সপ্তাহে প্রধানমন্ত্রীর ভারত সফরে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসবে।’

তিনি জানান, কুশিয়ারা নদীর ১৫৩ কিউসেক পানি পাবে বাংলাদেশ। ছয়টি নদীর পানিবণ্টন বিষয়ে আলোচনা হয়েছে। আরও আটটি নদীর পানিবণ্টন নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের সঙ্গে আলোচনা ছাড়া হিমালয় থেকে প্রবাহিত নদীর অন্তর্বর্তী নদীসংযোগ করবে না ভারত। বন‍্যার বিষয়ে ৫ দিন আগেই পূর্বাভাস জানাবে ভারত।’

প্রতিমন্ত্রী বলেন, ‘ফেনী নদীর পানি মানবিক কারণে বণ্টনের সিদ্ধান্ত বাংলাদেশের। এছাড়া, ভারত থেকে প্রবাহিত নদীগুলোর দূষণ রোধে ব‍্যবস্থা নেবে দুই দেশ।’

তিনি জানান, আগামী মাসে বাংলাদেশ সফরে আসবেন ভারতের জলমন্ত্রী। প্রতিবছর মার্চ-এপ্রিলে জেআরসি মিটিংয়ের আশ্বাস দিয়েছেন তিনি।

প্রসঙ্গত, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে আগামী ৫ সেপ্টেম্বর ৪ দিনের সফরে ভারতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিল্লি সফরকালে ৬ সেপ্টেম্বর দুই দেশের প্রধানমন্ত্রী বৈঠক করবেন। প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে জেআরসি বৈঠকটি বেশ গুরুত্ব বহন করছে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

বাংলাদেশ ও ভারতের মধ্যে বিভিন্ন নদীর পানিবণ্টন, সেচ এবং বন্যা ও এ জাতীয় প্রাকৃতিক দুর্যোগ যৌথভাবে মোকাবিলা করতে ১৯৭২ সালের ১৯ মার্চ ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মধ্যে সমঝোতার মধ্য দিয়ে গঠিত হয় যৌথ নদী কমিশন (জেআরসি)। এর আগে ২০১০ সালে জেআরসির সর্বশেষ বৈঠক হয়েছিল।

পূর্বপশ্চিমবিডি/এআই

ভারত,বন্যা পূর্বাভাস
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close