• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

গাড়ি নিয়ে ছোটাছুটির দরকার নেই, মন্ত্রীদের প্রতি প্রধানমন্ত্রী

প্রকাশ:  ২৫ জুলাই ২০২২, ১৬:৪১
নিজস্ব প্রতিবেদক

মন্ত্রিসভার সদস্যসহ গাড়ি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সব জায়গায় কৃচ্ছসাধন করতে হবে। মন্ত্রীদেরও গাড়ি নিয়ে বেশি ছোটাছুটির দরকার নেই।

সোমবার (২৫ জুলাই) মন্ত্রিসভার বৈঠকে ভার্চ্যুয়ালি অংশ নিয়ে তিনি এই নির্দেশনা দেন। বৈঠক শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, সব জায়গায় কৃচ্ছসাধন করতে হবে। ছোটাছুটি না করে মন্ত্রিদের ভার্চুয়াল মিটিংয়ের প্রতি জোর দিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, ইউক্রেন যুদ্ধের কারণে বৈশ্বিক সংকট চলছে। প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বের কারণে সংকট সামাল দিতে পেরেছে বাংলাদেশ। এ ছাড়া সরকারি প্রকল্পের খরচ কমাতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, বৈশ্বিক পরিস্থিতি মাথায় রেখে খরচ কমাতে হবে। প্রকল্পের গুরুত্ব অনুযায়ী প্রকল্পগুলোকে তিনটি ক্যাটাগরিতে ভাগ করতে বলা হয়েছে।

তিনি বলেন, এর মধ্যে ক্যাটাগরি ‘এ’-এর পুরো অর্থ ব্যবহার করা যাবে। ক্যাটাগরি ‘বি’- এর আওতায় প্রকল্পের সর্বোচ্চ ৭৫ ভাগ ব্যবহার করা যাবে। আর ক্যাটাগরি ‘সি’ তে থাকা প্রকল্পগুলো আপাতত স্থগিত রাখতে বলা হয়েছে।

পূর্বপশ্চিম- এনই

প্রধানমন্ত্রী
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close