• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

৪২ কর্মকর্তার বিদেশ ভ্রমণের বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয়ের নয়

প্রকাশ:  ২৪ জুলাই ২০২২, ১৯:৩৩
নিজস্ব প্রতিবেদক

দেশের শীর্ষ কিছু পত্রিকায় রোববার (২৪ জুলাই) ‘সরকারি কর্মচারী হাসপাতালের উন্নয়ন, বিদেশ সফরে যাবেন ৪২ কর্মকর্তা’ শিরোনামে যে সংবাদ প্রচার হয়েছে সেটা তাদের মন্ত্রণালয়ের আওতাভুক্ত নয় বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

রোববার (২৪ জুলাই) বিকেলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধানের পাঠানো এক বিবৃতিতে এই কথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, ওই নিউজের সূত্র ধরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে এ সংক্রান্ত সর্বশেষ তথ্য এবং এই সময়ে এভাবে এতজন কর্মকর্তার বিদেশ গমনের অনুমোদন কীভাবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে দেওয়া হলো তা জানতে চাওয়া হচ্ছে।

বিবৃতিতে বলা হয়, পরিবেশিত সংবাদটি নিয়ে যাতে জনমনে বিভ্রান্তির সৃষ্টি না হয় সেজন্য সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সরকারি কর্মচারী হাসপাতালটি পুরোপুরি জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন একটি হাসপাতাল এবং এই হাসপাতালের রক্ষণাবেক্ষণ ও কর্মচারীদের বিদেশ গমনসংক্রান্ত বিষয়াদির কোনো কিছুই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন নয়।

পূর্বপশ্চিম/ম

স্বাস্থ্য মন্ত্রণালয়
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close