• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

রাজধানীর আবাসিকে গ্যাস সংকট

প্রকাশ:  ২০ জুলাই ২০২২, ১৮:২৩
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বিভিন্ন এলাকার আবাসিক খাতে দেখা দিয়েছে গ্যাস সংকট। বুধবার (২০ জুলাই) সকাল থেকেই ঢাকার বিভিন্ন সকাল থেকেই গ্যাসের চাপ কম ছিল।

রাজধানীর গুলশান, বাড্ডা, শাহজাদপুর, রামপুরা, বনশ্রী, মগবাজার, সেন্ট্রাল রোড, নর্থ রোড, নর্থ সার্কুলার রোড, ভুতের গলি, ফ্রি স্কুল স্ট্রিটসহ বিভিন্ন এলাকার বাসাবাড়িতে গ্যাসের চাপ ছিল অনেক কম। টিমটিম করে গ্যাসের চুলা জ্বলার কারণে রান্নাবান্নায় ভোগান্তি পোহাতে হয় এলাকাবাসীর।

এ বিষয়ে জানতে চাইলে তিতাসের ব্যবস্থাপনা পরিচালক হারুনুর রশীদ মোল্লাহ জানান, আমাদের মোট চাহিদা প্রায় ১৮০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের। বর্তমানে গড়ে পাচ্ছি ১৬২৬ মিলিয়নের মতো। বিদ্যুৎ কেন্দ্রে তো রেশনিং করাই হচ্ছে, সিএনজি আগেই রেশনিংয়ের আওতায় ছিল। এখন আবাসিকের কিছু এলাকায় গ্যাস কম পাচ্ছে। এটি সাময়িক। সকালে কমে গেলেও বিকালে বেড়ে যেতে পারে বলে তিনি জানান।

এদিকে গ্যাস সংকটে চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডে (সিইউএফএল) উৎপাদন বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার (১৯ জুলাই) রাত ১০টা থেকে এই কারখানার উৎপাদন বন্ধ করা হয়।

কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি জানায়, মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার রাত ১০টায় সিইউএফএলে গ্যাস সরবরাহ বন্ধ করা হয়। আগে সিইউএফএলে ৪১ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হতো।

পূর্বপশ্চিম- এনই

গ্যাস সংকট
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close