• সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

ঢাকা দক্ষিণে বর্জ্য অপসারণ ৯ সাড়ে হাজার মেট্রিক টন

প্রকাশ:  ১১ জুলাই ২০২২, ১৫:৫১
নিজস্ব প্রতিবেদক

গত ৩৮ ঘণ্টা ৯ জুলাই রাত ১১ হতে ১১ জুলাই দুপুর ১টা পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) প্রায় ৯ সাড়ে হাজার মেট্রিক টন কোরবানির পশুর হাট ও পশুর বর্জ্য অপসারণ ও মাতুয়াইল কেন্দ্রীয় ভাগাড়ে স্থানান্তর করেছে । মোট ২ হাজার ৩৭০টি ট্রিপের মাধ্যমে এ বর্জ্য স্থানান্তর করা হয়েছে।

সোমবার (১১ জুলাই) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এছাড়াও দক্ষিণ সিটির ৭৫টি ওয়ার্ড হতেই গত রাত সোয়া ১টার মধ্যে প্রথম দিনের কোরবানির পশুর শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে।

দ্বিতীয় দিনের কোরবানির পশুর বর্জ্য অপসারণে বর্তমানে কার্যক্রম পরিচালনা করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

পূর্বপশ্চিম- এনই

বর্জ্য অপসারণ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close