• মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

‘বঙ্গবন্ধু কূটনৈতিক উৎকর্ষ পদক’ পাচ্ছেন ২ রাষ্ট্রদূত

প্রকাশ:  ০৫ জুলাই ২০২২, ১৮:০৮
নিজস্ব প্রতিবেদক

চলতি বছর 'বঙ্গবন্ধু কূটনৈতিক উৎকর্ষ পদক' পাচ্ছেন পোল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেন ও ঢাকায় জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি।

এই ২ রাষ্ট্রদূতের হাতে আগামী ৭ জুলাই পদক হস্তান্তর করা হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

কূটনীতিতে বিশেষ অবদান রাখায় 'বঙ্গবন্ধু কূটনৈতিক উৎকর্ষ পদক' প্রদান শুরু হয় ২০২১ সাল থেকে।

রাশিয়ার আগ্রাসনের সময় ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশিদের উদ্ধার কার্যক্রমে বিশেষ তৎপর ছিলেন পোল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সুলতানা লায়লা। এর আগে ২০১১ সালে লিবিয়া সংকটের সময়েও দেশটিতে আটকে পড়া বাংলাদেশিদের ফেরাতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।

বাংলাদেশ ও জাপানের মধ্যে সম্পর্ক জোরদারে বিশেষ ভূমিকা রাখায় ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকিকে 'বঙ্গবন্ধু কূটনৈতিক উৎকর্ষ পদক' দেওয়া হচ্ছে। তিনি ২০১৯ সালের অক্টোবর থেকে বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত হিসেবে কাজ করছেন।

পূর্বপশ্চিম- এনই

রাষ্ট্রদূত
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close