• মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

৭৮ কেন্দ্রের ফলে এগিয়ে আছেন রিফাত

প্রকাশ:  ১৫ জুন ২০২২, ২০:১২ | আপডেট : ১৫ জুন ২০২২, ২৩:৪২
কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের ভোট গণনার ফলাফল ঘোষণা করা হচ্ছে। সর্বশেষ তথ্যানুযায়ী, ১০৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৭৮টির ফল রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে ঘোষণা করা হয়েছে। এতে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাত এগিয়ে রয়েছেন ।

আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাত (নৌকা মার্কা) পেয়েছেন ৩৮ হাজার ৭০৫ ভোট। স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র মনিরুল হক সাক্কু (টেবিল ঘড়ি প্রতীক) পেয়েছেন ৩৬ হাজার ৯৯০ ভোট। আরেক স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ নিজামউদ্দিন (ঘোড়া মার্কা) পেয়েছেন ১৩ হাজার ৩৩৭ (ঘোষিত প্রথম ৫২ কেন্দ্রে) ভোট।

এর আগে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা বা দাঙ্গাহাঙ্গামা ছাড়াই সম্পন্ন হয় কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনের ভোটগ্রহণ। বুধবার সকাল ৮টায় শুরু হয়ে ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত।

নির্বাচন মেয়র পদে প্রার্থী পাঁচজন। তারা হলেন আওয়ামী লীগের আরফানুল হক রিফাত (নৌকা), বিএনপি থেকে বহিষ্কৃত গত দুবারের মেয়র মনিরুল হক সাক্কু (টেবিল ঘড়ি), বিএনপির অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা নিজাম উদ্দিন কায়সার (ঘোড়া), স্বতন্ত্র প্রার্থী কামরুল আহসান বাবুল (হরিণ) ও ইসলামী আন্দোলন বাংলাদেশের রাশেদুল ইসলাম (হাতপাখা)। এছাড়া ২৭টি সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ১০৬ ও ৯টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩৬ জন প্রার্থী নির্বাচন করছেন।

কুমিল্লার নগর সংস্থার ভোটারের সংখ্যা ২ লাখ ২৯ হাজার ৯১৮। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ১৭ হাজার ৯২ এবং পুরুষ ভোটার ১ লাখ ১২ হাজার ৮২৬ জন।

পুর্বপশ্চিম- এনই

কুসিক নির্বাচন,কুমিল্লা সিটি নির্বাচন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close