• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

ড. ওয়াজেদ মিয়ার ১৩তম মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশ:  ০৯ মে ২০২২, ১৭:৫৬
নিজস্ব প্রতিবেদক

বিশিষ্ট পরমাণুবিজ্ঞানী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ড. এম এ ওয়াজেদ মিয়ার ১৩তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে তার নিজ বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, এম এ ওয়াজেদ ফাউন্ডেশন এবং আওয়ামী লীগের অঙ্গসংগঠনগুলো নানা কর্মসূচি পালন করবে।

ড. এম এ ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি বলেছেন, ড. ওয়াজেদ মিয়া তার কর্মের জন্য শুধু আমাদের কাছে নন, ভবিষ্যৎ প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস হিসেবে বেঁচে থাকবেন। বিজ্ঞানমনস্ক জাতি গঠনে তার আদর্শ নতুন প্রজন্মের জন্য পাথেয় হয়ে থাকবে বলে আমার দৃঢ় বিশ্বাস।

ড. ওয়াজেদ মিয়ার ভাতিজা ও পীরগঞ্জ পৌরসভার মেয়র তাজিমুল ইসলাম শামীম জানিয়েছেন, আজ সোমবার সকালে জেলা ও উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, মহাজোট নেতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ লালদীঘির ফতেহপুরের জয়সদনে প্রয়াত বিজ্ঞানীর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। সেখানে দোয়া মাহফিলের পর গরিব-দুঃখীদের মধ্যে খাবার বিতরণ করা হয়। এ ছাড়া দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠান হবে।

বর্ণাঢ্য কর্মময় জীবনের অধিকারী এম এ ওয়াজেদ মিয়া ১৯৪২ সালের ১৬ ফেব্রুয়ারি লালদীঘির ফতেহপুরে জন্মগ্রহণ করেন।

পূর্বপশ্চিম- এনই

ড. এম এ ওয়াজেদ মিয়া
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close