• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

নিউমার্কেটে সংঘর্ষ: মকবুলকে ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ

প্রকাশ:  ২৩ এপ্রিল ২০২২, ১৩:৪০
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজ শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় বিএনপি নেতা অ্যাডভোকেট মকবুল হোসেনের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

শনিবার (২৩ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ রিমান্ড আবেদন করেন নিউমার্কেট থানার পুলিশ পরিদর্শক হালদার অর্পিত ঠাকুর। দুপুরের পর রিমান্ড শুনানির কথা রয়েছে।

পুলিশের নিউমার্কেট জোনের এডিসি শাহেন শাহ মাহমুদ বলেন, মকবুল হোসেনকে বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। তার বিরুদ্ধে উসকানি দিয়ে পুলিশের ওপর হামলার অভিযোগ রয়েছে। এই আসামির সঙ্গে আরও আসামিরা ছিল। তাদের চিহ্নিত করে গ্রেপ্তারের জন্য রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ দরকার।

নিউমার্কেটে সংঘর্ষে পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের মামলার প্রধান আসামি মকবুল। তিনি নিউমার্কেট থানা বিএনপির সাবেক সভাপতি। মার্কেটে তার দুইটি দোকান রয়েছে। ওই দোকান থেকেই সংঘর্ষের সূত্রপাত হয় বলে দাবি করছে পুলিশ।

শুক্রবার বিকেলে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে মকবুল হোসেনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর রাতে তাকে এ বিএনপি নেতাকে নিউমার্কেট থানা পুলিশের কাছে হস্তান্তর করে ডিবি।

পূর্বপশ্চিমবিডি/জেএস

নিউমার্কেট
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close