• মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

শিক্ষার্থীদের যে পোস্টে ছেয়ে গেছে ফেসবুকে

প্রকাশ:  ১৯ এপ্রিল ২০২২, ২১:৫৯
পূর্ব পশ্চিম ডেস্ক

নিউমার্কেট এলাকায় ব্যবসায়ীদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢাকা কলেজসহ সাত কলেজের গ্রুপগুলো এক অভিনব পোস্টে ছেয়ে গেছে। শিক্ষার্থীরা এমন পোস্টের মাধ্যমে নিজেদের অসহায়ত্বের কথা তুলে ধরেছেন। সেই সঙ্গে নিউমার্কেটসহ আশপাশের দোকানগুলোতে নিজেদের অসহায়ত্ব ও হেনস্তার কথা বলছেন।

ইতোমধ্যেই ওই পোস্টটি ভাইরাল হয়েছে সাত কলেজের গ্রুপগুলোতে। সেই সঙ্গে পোস্টের নিচে পরেছে অসংখ্য কমেন্ট-লাইক। পাঠকদের উদ্দেশ্য পোস্টটি হুবহু তুলে ধরা হলো...

নিউমার্কেটে প্রয়োজনীয়

ভাই শার্টটার দাম কত?

নেন ভাই। অনেক ভালো কাপড়।

দাম কেমন পড়বে?

একদম আনকমন মাল। কোথাও খুঁজে পাবেন না।

দামটা বলেন আগে।

এই নেন বোতাম ছাড়িয়ে দিলাম। গায়ে দিয়ে দেখেন।

দাম বলেন। তারপর পড়বো।

পড়েন। দেখেন, একদম ফিটিংস হবে।

সবই ঠিক আছে। দামটা বলেন না?

ভাই, দামাদামি করবো না। একটা দাম বলে দেবো যদি ভালো লাগে নিবেন না হয় রেখে যাবেন।

জী বলুন।

শুধু শার্টই নিবেন না আরও কিছু? এই ভাইরে প্যান্ট দেখা তো।

না ভাই, আপনি শুধু এই শার্টটার দামই বলেন।

শার্ট কী একটাই? না আরেকটা দিবো?

না, এটার দাম বলেন।

একদাম পড়বে ১৮০০ টাকা।

বলেন কী? এই শার্ট ১৮০০?

কেন ভাই? অসম্ভব কি হলো? বেশী বলছি?

না ভাই লাগবে না।

আরে ভাই শুনেন। কত দিবেন?

না ভাই, আমার এতোটাকা বাজেট নাই।

ওই মিয়া ফাজলামো করেন?

বাজেট নাই তো মার্কেটে আইছেন কিল্লেগা। আমরা কী মস্করার দোকান খুইলা বইছি?

ঠিক আছে থাকেন।

থাকেন কী? শার্টের দাম বলেন।

এতো টাকার শার্ট কেনা সম্ভব না।

সম্ভব না, তাহলে এতো সময় নষ্ট করলেন কেন?

আমি তো প্রথমেই বলেছি দাম কত? আপনিই তো প্যাচাইলেন।

আমার তো কাস্টমারের অভাব। আপনার লগে প্যাচাপেচি করুম।

স্যরি ভাই। আমার লাগবে না। আমি যাচ্ছি।

কিয়ের যাচ্ছি? দাম বলতে অইবো।

আসলে আমি একটু কমের মধ্যে নিতে চাচ্ছি।

কত কম? বলেন শুনি।

এই মনে করেন ৩০০-৩৫০ এর মধ্যে।

এই দামে কিনতে হলে রাস্তায় ভ্যান আছে না? ওই ভ্যান থেকে নিবেন। মার্কেটে ঢুকবেন না।

ঠিকাছে।

ওই মিয়া কই যান? এদিকে আয়েন। একটু বাড়ায়েবুড়ায়ে বলেন। শার্টটা নিয়ে যান।

বললাম তো আমার বাজেট কম।

আচ্ছা, ১৫০০ না একদম ১০০০ দেন। ওই প্যাকেট করে দে।

না ভাই, পারবো না।

পারবেন কত? হেইডা বলেন।

৩৫০ হলে নিবো।

এই শার্ট ৫০০ টাকায় কোনোদিন কিনতে দেখছেন?

দেখি নাই। রেখে দেন।

খাড়ান মিয়া। ৭০০ হলে পারবেন?

বললাম তো বাজেট নেই।

নেন লাভ করনের দরকার নাই ৫০০ টাকাই দিলাম। ৫০০ টাকার একটা শার্ট পইড়া দেখেন।

না ভাই, আমি যে দাম বললাম ওইটা হলে পারবো।

ওই মিয়া যান কেন? এদিক আয়েন। সেই এক দাম বইলা দাঁড়ায়ে আছেন। আরেকটু আগান।

আমি হাইয়েস্ট ৪০০ দিতে পারবো। এর বেশী না। ভালো থাকেন।

রাগ কইরেন না। এদিক আয়েন। দেন ৪০০ টাকাই দ্যান। ওই বাইরে প্যাকেট কইরা দে।

এভাবেই দিনের পর দিন কাস্টমারদের জিম্মি করে ব্যবসা করছে নিউমার্কেটের ব্যবসায়ীরা। সাধারণ মানুষ লজ্জা-ভয়ে প্রতিবাদ করে না। যারা অন্যায় অনিয়ম মানতে পারে না, তারা প্রতিবাদী হয়ে ওঠে। আর এই প্রতিবাদী শ্রেণিটির নাম ‘ছাত্র’। নিউমার্কেটে ব্যবসায়ী-ঢাকা কলেজের ছাত্রদের সঙ্গে সংঘর্ষে আমি ন্যায়ের পক্ষে। ছাত্রদের পক্ষে।

পূর্ব পশ্চিম/জেআর

ফেসবুক
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close