• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

ফের সংঘর্ষ: পেট্রলবোমা বিস্ফোরণে চন্দ্রিমা মার্কেটে আগুন

প্রকাশ:  ১৯ এপ্রিল ২০২২, ১৩:১১ | আপডেট : ১৯ এপ্রিল ২০২২, ১৪:০১
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজ শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে আবারো সংঘর্ষ চলছে। এ সময় পেট্রলবোমা বিস্ফোরণে চন্দ্রিমা সুপার মার্কেটের তৃতীয় তলায় আগুন লেগে যায়।

মঙ্গলবার দুপুর বারোটার পর এ ঘটনা ঘটে। এ সময় উভয় দিক থেকেই পেট্রলবোমা ছোড়া হয়েছে।

আগের দিনের ঘটনায় মঙ্গলবার (১৯ এপ্রিল) সকাল থেকে নিউমার্কেট এলাকা অবরোধ করে রেখেছে শিক্ষার্থীরা। এতে নিউমার্কেটের সকল দোকানপাট বন্ধের সঙ্গে সড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। একপর্যায়ে শিক্ষার্থী ও ব্যবসায়ীরা আবারো সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। কয়েকটি ককটেল বিস্ফোরণের আওয়াজও পাওয়া গেছে। সংঘর্ষের এক পর্যায়ে বেলা ১১টার পর থেকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা কলেজের গেটে এবং ব্যবসায়ীরা চন্দ্রিমা সুপার মার্কেটের সামনের সড়কে অবস্থান নেন।

দুপুর ১২টার দিকে একটি পেট্রলবোমা চন্দ্রিমা সুপার মার্কেটের তৃতীয় তলায় বিস্ফোরণের ফলে দোকানে আগুন লেগে যায়। দোকান কর্মীদের আগুন নিয়ন্ত্রণের চেষ্টায় করতে দেখা যায়। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট কাজ করছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন।

এদিকে ঢাকা কলেজের আজ মঙ্গলবারের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে। একই সঙ্গে কলেজের সব শিক্ষককে সকাল ১০টায় ক্যাম্পাসে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ অনুরোধ জানিয়েছেন।

এনএন

চন্দ্রিমা মার্কেট,পেট্রল বোমা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close