• মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

মানবাধিকার প্রতিবেদন দু’দেশের সম্পর্কে প্রভাব ফেলবে না: মার্কিন রাষ্ট্রদূত

প্রকাশ:  ১৯ এপ্রিল ২০২২, ০০:০২ | আপডেট : ১৯ এপ্রিল ২০২২, ০০:০৪
নিজস্ব প্রতিবেদক

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই মানবাধিকার প্রতিবেদন তৈরি করা হয়েছে। তবে এই প্রতিবেদন দুদেশের সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না।

সোমবার (১৮ এপ্রিল) রাজধানীতে প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্লের জবাবে এসব কথা বলেন তিনি।

পিটার হাস বলেন, আমরা অনেকের সাথে আলোচনা করে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে প্রতিবেদন প্রকাশ করে থাকি। এটা কোনো র‍্যাংকিং নয়, বা অন্য কোনো উদ্দেশ্যে করা হয় না। বিশ্বব্যাপি এভাবেই আমরা মানবাধিকার পরিস্থিতি উন্নয়নে কাজ করি।

এসময় জ্বালানি ছাড়া অন্য খাতেও মার্কিন বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান।

বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতেও আলোচনা হয়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি ১৯৮টি দেশ ও অঞ্চলের মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। যেখানে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তোলা হয়। এরই মধ্যে প্রতিবেদন প্রত্যাখ্যান করে প্রতিক্রিয়া জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

পূর্বপশ্চিম- এনই

মার্কিন রাষ্ট্রদূত,মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close