• সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরো শক্তিশালী হবে: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশ:  ০৮ এপ্রিল ২০২২, ১০:৩১
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আগামী ৫০ বছরে নিঃসন্দেহে আরো শক্তিশালী হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের মায়ামিতে বাংলাদেশের কনস্যুলেট জেনারেল উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদ্‌যাপন উপলক্ষে ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও আশাব্যঞ্জক আলোচনা হয়েছে।

দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদ্‌যাপন উপলক্ষে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো শুভেচ্ছাবার্তা অনুষ্ঠানে পড়ে শোনান আব্দুল মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, জো বাইডেন তার চিঠিতে দৃঢ়তার সঙ্গে বলেছেন, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের অংশীদারত্বের সম্পর্ক আগামী ৫০ বছরে নিঃসন্দেহে আরো শক্তিশালী হবে।

মায়ামিতে বাংলাদেশের কনস্যুলেট জেনারেল উদ্বোধন উপলক্ষে ফ্লোরিডায় বসবাসকারী বাংলাদেশিদের অভিনন্দন জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ফ্লোরিডায় বসবাসরত বাংলাদেশিদের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁদের প্রয়োজনীয় সেবা প্রদানে প্রধানমন্ত্রী মায়ামিতে বাংলাদেশের এই কনস্যুলেট জেনারেল স্থাপনের অনুমতি দিয়েছেন। এই কনস্যুলেট জেনারেল স্থাপনের ফলে এ অঞ্চলে বাংলাদেশের কনস্যুলার সেবা প্রদান আরও সহজ ও উন্নত হবে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

পররাষ্ট্রমন্ত্রী,শক্তিশালী,বাংলাদেশ,যুক্তরাষ্ট্র,সম্পর্ক,এ কে আব্দুল মোমেন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close