• সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

৮০ ভাগ মানুষের ঘরে দুই-তিনদিনের বেশি আহার নেই: পরিকল্পনামন্ত্রী

প্রকাশ:  ০১ এপ্রিল ২০২২, ২২:৪১ | আপডেট : ০১ এপ্রিল ২০২২, ২২:৪৫
নিজস্ব প্রতিবেদক

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, বাংলাদেশের ৮০ ভাগ মানুষের ঘরে দুই তিন দিনের বেশি আহার নেই। এই অবস্থায় বসবাস করছি। ৯০ ভাগ মানুষ দিন আনে দিন খায়। এটাই আমাদের ধারণা।

শুক্রবার (১ এপ্রিল) রাজধানীর ধানমন্ডিতে ব্রতী প্রাঙ্গণে ‘২০ পেরিয়ে ব্রতী’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এম এ মান্নান বলেন, আমাদের ঘরে যেন ৪০০ থেকে ৫০০ দিনের খাবার থাকে সেই দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের এখনো দীর্ঘপথ যাওয়ার আছে। আমরা পায়ে পায়ে এগিয়ে যাচ্ছি।

তিনি আরো বলেন, দেশের জনগণের কল্যাণ এখনো নিশ্চিত করা যায়নি। বর্তমান সরকারও তা পারেনি, তবে সরকার চেষ্টা করছে। দেশের বহু মানুষ এখনো দিন আনে, দিন খায়।

পূর্বপশ্চিমবিডি/এসএম

পরিকল্পনামন্ত্রী,এম এ মান্নান,মানুষ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close