• মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

‘মেয়ে হত্যার বিচার বাবা কেন চাচ্ছেন না, রাষ্ট্রকে জবাব দিতে হবে’

প্রকাশ:  ৩০ মার্চ ২০২২, ২০:৩৮ | আপডেট : ৩০ মার্চ ২০২২, ২০:৫১
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর শাহজাহানপুরের দুর্বৃত্তের এলোপাতাড়ি গুলিতে আওয়ামী লীগ নেতা টিপুর পাশাপশি নিহত হন কলেজছাত্রী সামিয়া আফরান প্রীতি। এ ঘটনার পর সামিয়ার পিতা বলেছেন, তারা বিচার চান না। বিচার না চাওয়ার বিষয়টি জাতীয় সংসদে তুলে ধরেছেন জাতীয় পার্টির সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন।

বুধবার (৩০ মার্চ) জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে রাথা বক্তব্যে বিষয়টিকে রাষ্ট্রের জন্য লজ্জাজনক বলে উল্লেখ করেন তিনি।

সৈয়দ আবু হোসেন বলেন, স্বাধীনতার ৫০ বছর পর এসেও একজন নিরপরাধ ছাত্রীর স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা দিতে রাষ্ট্র ব্যর্থ হয়েছে। কেন একজন পিতা রাষ্ট্রের কাছে বিচার চাইতে ভয় পাচ্ছেন, রাষ্ট্রকে তার জবাব দিতে হবে।

ওই ছাত্রীর কী অপরাধ ছিল- এ প্রশ্ন তুলে ঢাকা-৪ আসনের এই সংসদ সদস্য বলেন, একজন সাংসদ হিসেবে তিনি এ ঘটনায় লজ্জিত। ওই ছাত্রী রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। এই ঘটনার পর একজন চিকিৎসককে হত্যা করা হয়েছে। তিনিও রাজনীতিতে জড়িত ছিলেন না।

যারা এসব হত্যাকাণ্ডে জড়িত, তাদের ‘হায়েনা’ আখ্যা দিয়ে তিনি বলেন, এসব হায়েনাকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। না হলে উন্নয়ন, অগ্রগতি সব ম্লান হয়ে যাবে। যেভাবে জঙ্গিদের দমন করা হয়েছে, সেভাবে শক্ত হাতে এসব হায়েনাকে দমন করার জন্য তিনি প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান।

পূর্বপশ্চিম- এনই

সামিয়া আফরান প্রীতি,সংসদ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close