• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

শতভাগ আসনে যাত্রী নিয়ে চলবে ট্রেন

প্রকাশ:  ০৭ ফেব্রুয়ারি ২০২২, ১৫:০৬
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ রেলওয়ে

করোনা বিধিনিষেধ শিথিল করে শতভাগ আসনে যাত্রী নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এ ছাড়াও সংশোধনী আনা হয়েছে আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রিতে। টিকিট ইস্যুর এই নির্দেশনা আগামী ৯ ফেব্রুয়ারি (যাত্রার তারিখ বিবেচনায়) থেকে কার্যকর হবে।

রোববার (৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ রেলওয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, কাউন্টারে টিকিট ইস্যু ও ট্রেনে ভ্রমণের ক্ষেত্রে যাত্রীর স্বাস্থ্যবিধি অনুসরণ ও মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে। আন্তঃনগর ট্রেনগুলোর বিদ্যমান আসন সংখ্যার শতভাগ টিকিট ইস্যুকরণ, মোট আসন সংখ্যার ৫০ শতাংশ টিকিট কাউন্টারের মাধ্যমে এবং ৫০ শতাংশ টিকিট মোবাইলে অ্যাপ/অনলাইনের মাধ্যমে ইস্যু করা যাবে।

মানুষ করোনা ভাইরাস প্রতিরোধী টিকা গ্রহণ করে বিভিন্ন স্থানে গমন করার ফলে ট্রেনে যাত্রীর চাপ বৃদ্ধি পেয়েছে। দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখার স্বার্থে বিধিনিষেধ শিথিল করা হয়েছে বলেও জানান রেলওয়ে সংশ্লিষ্টরা।

পূর্বপশ্চিমবিডি/জেএস

বাংলাদেশ রেলওয়ে
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close