• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর সাবেক এমপি আবুল হাশিম আর নেই

প্রকাশ:  ০২ ফেব্রুয়ারি ২০২২, ১৫:৪৯
গফরগাঁও(ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক এবং দুইবারের সাবেক সংসদ সদস্য আবুল হাশিম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (২ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে সকাল সাড়ে সাতটার সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৮ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ও অসংখ্য গুনগ্রাহী রেখে যান।

মরহুমের নামাজে জানাজা বুধবার সকাল ১০টায় মরহুমের নিজ বাড়িতে ও সকাল ১১টায় গফরগাঁও সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হওয়ার পর মহিলা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।

মরহুম আবুল হাসেম ১৯৩৪ সালের ১৭ আগস্ট গফরগাঁও ইউনিয়নের গফরগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা মরহুম আকতার হোসেন ছিলেন একজন কৃষক, মাতা মরহুমা নূরুন নাহার ছিলেন গৃহিণী।

তিনি ১৯৫০ সালে গফরগাঁও সরকারি কলেজের ছাত্র সংসদের প্রথম ভিপি ও মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন। ৬ দফা আন্দোলন, ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণসহ তৎকালীন সকল রাজনৈতিক কর্মকাণ্ডে তিনি সক্রিয় ভূমিকা রাখেন।

১৯৬৯ সালে আগড়তলা ষড়যন্ত্র মামলা চলাকালীন আন্দোলনে নেতৃত্ব দেন। ১৯৭০ সালের নির্বাচনে তৎকালিন প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন। পরে ১৯৭৩ সালের সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হন। ১৯৭৫ সালের ১৫ আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর, বঙ্গবন্ধুর সহযোদ্ধাদের সাথে তিনিও গ্রেপ্তার হন। ১৯৭৭ সালে জেল থেকে বের হন।

নারী শিক্ষার অগ্রায়নে তিনি গফরগাঁও মহিলা ডিগ্রি কলেজ প্রতিষ্ঠা করেন।

মরহুমের মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল শোক প্রকাশ করেন।


পূর্বপশ্চিম/এএন/এসকে

বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর,সাবেক এমপি আবুল হাশিম,আর নেই
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close