• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

এক সপ্তাহের ব্যবধানে দ্বিগুণের বেশি শনাক্ত

প্রকাশ:  ০৯ জানুয়ারি ২০২২, ১৫:৩১ | আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ১৫:৩৫
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

সারাদেশে গত এক সপ্তাহে ৬ হাজার ৩০০ জন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে। যা এর আগের সপ্তাহের তুলনায় ১১৫ শতাংশ বেশি।

রোববার (৯ জানুয়ারি) দুপুরে করোনা বিষয়ক স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।

অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম বলেন, গত এক সপ্তাহে দেশে ১ লাখ ৩৪ হাজারেরও বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে, যা তার আগের সপ্তাহের তুলনায় আড়াই শতাংশ বেশি। এতে সাত দিনে ৬ হাজার ৩০০ জনের মতো নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে, যা তার আগের সপ্তাহের তুলনায় ৩ হাজার ৩৭৬ জন বেশি। এক সপ্তাহে ১১৫ শতাংশ বেশি রোগী শনাক্ত হয়েছে। এছাড়া এক সপ্তাহে মৃত্যু হয়েছে ২৩ জনের, যা তার আগের সপ্তাহের তুলনায় ১৫ শতাংশ বেশি।

তিনি বলেন, সামগ্রিকভাবে গত দুই মাসে সংক্রমণের হার ২ শতাংশ বা তার নিচে ছিল। কিন্তু গত এক সপ্তাহে শনাক্তের হার একটু একটু করে বাড়ছে। ২ জানুয়ারি ৫৫৭ জন রোগী শনাক্ত হলেও ৮ জানুয়ারি সেটা ১ হাজার ১১৬ জনে দাঁড়িয়েছে। জানুয়ারির শুরুতে শনাক্তের হার ৩ শতাংশের নিচে থাকলেও এটি এখন প্রায় ৬ শতাংশের কাছাকাছি পৌঁছে গেছে।

ওমিক্রনে আক্রান্ত রোগীদের বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের এই পরিচালক বলেন, দেশে এই পর্যন্ত যারা ওমিক্রনে আক্রান্ত হয়েছে, শুনেছি তাদের সবাই প্রায় সুস্থ আছেন। এমনকি তাদের অনেকেই বাড়িও চলে গেছেন। সুতরাং ওমিক্রন নিয়ে ভয়ের কিছু নেই।

পূর্বপশ্চিম/এসকে

ওমিক্রন,করোনাভাইরাস,মহামারি,স্বাস্থ্য অধিদফতর
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close