• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

রাস্তায় শিশুর মৃত্যু, সেই হাসপাতালের মালিক-পরিচালক আটক

প্রকাশ:  ০৭ জানুয়ারি ২০২২, ১৫:৪৩
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর শ্যামলীতে আমার বাংলাদেশ হসপিটালের বিল পরিশোধ সংক্রান্ত বিষয়ক দ্বন্দ্বে চিকিৎসাধীন জমজ শিশুকে জোর করে বের করে দেওয়ার পর রাস্তায় আহমেদ নামে এক শিশুর নির্মম মৃত্যু ও অপর শিশুকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যালে ভর্তির ঘটনায় সংশ্লিষ্ট হাসপাতালের মালিককে আটক করা হয়েছে।

শুক্রবার (৭ জানুয়ারি) দুপুরে শ্যামলী থেকে তাকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, বিল পরিশোধ সংক্রান্ত দ্বন্দ্বের জেরে হাসপাতালে চিকিৎসাধীন জমজ শিশুকে জোর করে বের করে দেওয়ার পর আহমেদ নামে এক শিশুর মৃত্যু হয় এবং অপর শিশুকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। এই ঘটনায় সংশ্লিষ্ট হাসপাতালের মালিককে আটক করা হয়েছে। তবে আটক হাসপাতালের পরিচালকের নাম জানায়নি র‌্যাব।

কমান্ডার খন্দকার আল মঈন বলেন, এ বিষয়ে বিকেলে কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

পূর্বপশ্চিমবিডি/অ-ভি

আটক,মালিক-পরিচালক,রাস্তা,হাসপাতাল,শিশু,মৃত্যু
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close