• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

ধাপে ধাপে নৌকার ভরাডুবি

পঞ্চমধাপের ইউপিতে জয়ী স্বতন্ত্র ৩৪৭ আ’লীগ ৩৪১

প্রকাশ:  ০৭ জানুয়ারি ২০২২, ০৯:৪৮ | আপডেট : ০৭ জানুয়ারি ২০২২, ০৯:৫৭
বিশেষ প্রতিনিধি

পঞ্চমধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রশাসনের পক্ষপাত ও কারচুপি-জালিয়াতির অভিযোগের মধ্যেও ক্ষমতাসীন দল আওয়ামী লীগের চেয়ে স্বতন্ত্র প্রার্থীরাই বেশি জয়ী হয়েছে। বিএনপির বিএনপির বর্জনের মধ্যে অনুষ্ঠিত পাঁচধাপের ইউপি নির্বাচনে শুরু থেকেই নৌকার প্রার্থীদের সঙ্গে স্বতন্ত্র প্রার্থীদের লড়াই চলছিল, পঞ্চম ধাপের ভোটে স্বতন্ত্ররা নৌকাকে ছাড়িয়ে গেল।স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে বেশিরভাগই আওয়ামী লীগের ‘বিদ্রোহী’।

পঞ্চম ধাপে গত বুধবার সারা দেশে ৭০৭ ইউপিতে পর ভোট হয়। এর মধ্যে নির্বাচন কমিশন ৬৯২ ইউপির ফল ঘোষণা করেছে। সহিংসতার কারণে ১৫টি ইউপির ভোটগ্রহণ ও ফলাফল স্থগিত রয়েছে। নির্বাচনের ফল বিশ্লেষণে দেখা গেছে, চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীরা জয়ী হয়েছে ৩৪১ ইউনিয়নে, বিপরীতে স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান হয়েছে ৩৪৬ ইউনিয়নে।এছাড়া সংসদের বিরোধী দল জাতীয় পার্টির প্রার্থীরা দুটি ইউনিয়নে জয়ী হয়েছেন। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থীরা জয় পেয়েছেন দুটি ইউনিয়নে।

প্রথম ধাপে ইউপির ভোটে আওয়ামী লীগের ২৬৭ জন এবং স্বতন্ত্র ৮৫ জন চেয়ারম্যান নির্বাচিত হয়। দ্বিতীয় ধাপের নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীরা চেয়ারম্যান পদে জয় পায় ৪৮৬টিতে এবং ৩৩০টিতে স্বতন্ত্র প্রার্থীরা জয় পায়। তৃতীয় ধাপে আওয়ামী লীগের প্রার্থীরা চেয়ারম্যান পদে জয় পায় ৫২৫টিতে, স্বতন্ত্র প্রার্থীরা চেয়ারম্যান পায় ৪৪৬টিতে। চতুর্থ ধাপের নির্বাচনে আওয়ামী লীগের ৩৯৬ প্রার্থী চেয়ারম্যান পদে নির্বাচিত হয়, স্বতন্ত্র প্রার্থী জেতে ৩৯০ ইউনিয়নে।

নির্বাচন কমিশনের (ইসি) পাওয়া ফল বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীরা প্রথম দিকে দাপট ধরে রাখলেও ধাপে ধাপে তাদের অবস্থান নড়বড়ে হতে থাকে। অবশেষে পঞ্চম ধাপে এসে স্বতন্ত্র প্রার্থীদের কাছে ধরাশায়ী হলেন নৌকা প্রতীকের প্রার্থীরা।

দেশের সাড়ে ৪ হাজার ইউনিয়নের মধ্যে ষষ্ঠ ধাপে ৩১ জানুয়ারি ২১৯ ইউনিয়নে ভোট হবে। এরপর সপ্তম ধাপে ভোট হবে ১৩৮টি ইউনিয়নে।

পূর্বপশ্চিম- এনই

ইউপি নির্বাচন,ইউনিয়ন পরিষদ নির্বাচন,নৌকার ভরাডুবি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close