• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

ভারতের সঙ্গে নৌপথগুলো সচল করতে চায় সরকার

প্রকাশ:  ০২ জানুয়ারি ২০২২, ১৬:২৪
সিলেট প্রতিনিধি

সরকার ভারতের সঙ্গে নৌপথগুলো সচল করে যোগাযোগ স্থাপন করতে চায় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে আব্দুল মোমেন।

তিনি বলেন, এ নিয়ে ভারতের সঙ্গে কথাবার্তা চলছে। নদীপথে পণ্য আনা-নেওয়া সহজ, খরচও কম। একসময় সিলেট থেকে সরাসরি কলকাতা ও দিল্লিতে নৌপথে পণ্য আনা-নেওয়া হতো।

শনিবার (১ জানুয়ারি) নগর ভবন প্রাঙ্গনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ২৭টি ওয়ার্ডে শীতার্থদের জন্য ১১ হাজার ৭০টি কম্বল বিতরণ কর্মসূচি উদ্বোধনকালে এসব কথা বলেন ড. এ. কে আব্দুল মোমেন।

তিনি বলেন, সড়ক পথ, রেল পথ এবং আকাশ পথের উন্নয়নের পাশাপাশি বিনিয়োগ বান্ধব অবকাঠামো নির্মাণ করতে পারলে সিলেটকে দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অঞ্চল হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব। দল মতের ঊর্ধ্বে উঠে সিলেটের উন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে।

সিলেটবাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা পররাষ্ট্রমন্ত্রী বলেন, সামাজিক নিরাপত্তা সংক্রান্ত কর্মসূচিতে সরকার এক লাখ ৩০০ হাজার কোটি টাকার বাজেট বাস্তবায়ন করছে। যা চলতি অর্থবছরের মোট বাজেটের ৩ দশমিক ১১ শতাংশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা দেশে সামাজিক নিরাপত্তা সেবা উপকারভোগীদের কাছে পৌঁছানো হচ্ছে।

তিনি বলেন, এই তহবিল থেকে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রনালয়ের মাধ্যমে সিসিককে নগদ ১০ লাখ টাকা দেওয়া হয়েছে।

পূর্বপশ্চিমবিডি/অ-ভি

সরকার,সচল,ভারত,নৌপথ,পররাষ্ট্রমন্ত্রী,ড. এ. কে আব্দুল মোমেন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close