• মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

খান মুহাম্মদ রুমেলের কবিতা: বসন্ত মানে

প্রকাশ:  ২১ ফেব্রুয়ারি ২০২২, ১২:২১
পূর্বপশ্চিম সাহিত্য

বসন্ত মানে শিমুল পলাশের দিন

বসন্ত মানে রক্তজবা কৃষ্ণচূড়ার দিন!

বসন্ত মানে মাতাল হাওয়া বাউরি বাতাসের দিন!

.

তবে,

উনিশ পাঁচ দুইয়ের বসন্তে বলেছিলো বাঙালি-

বসন্ত মানে রক্তে আগুন লাগার দিন

বসন্ত মানে মিছিল স্লোগানের দিন!

বসন্ত মানে অমিত তেজে গর্জে ওঠার দিন!

.

শিমুল পলাশের রঙে মিশেছিলো বুকঝরা লাল

রাজপথের কালো পিচে বয়ে চলা শোণিতধারা বলেছিলো-

রাষ্ট্র ভাষা বাংলা চাই!

হাওয়ায় ওড়া বারুদগন্ধও বলেছিলো- আ-মরি বাংলা ভাষা!

ভাষা ছিনিয়ে আনার সেই দিন থেকে ভাষা দিবসটি পুরো পৃথিবীকে দিলাম আমরা।

.

তাই, বসন্ত মানে মায়ের ভাষায় কথা বলার দিন!

পূর্বপশ্চিম- এনই

খান মুহাম্মদ রুমেল
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close