• মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

কলকাতা বইমেলায় থিম কান্ট্রি বাংলাদেশের লগো উন্মোচন

প্রকাশ:  ১২ ফেব্রুয়ারি ২০২২, ১৮:১৬
নিজস্ব প্রতিবেদক

কলকাতা আন্তর্জাতিক বইমেলার ফোকাল থিম কান্ট্রি বাংলাদেশের লগো আনুষ্ঠানিক উন্মোচন হয়েছে ।

কলকাতা প্রেসক্লাবে বইমেলার আয়োজক সংস্থা পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড আয়োজিত এক সংবাদ সম্মেলনে গত বৃহস্পতিবার বিকেলে এ লগো উন্মোচন করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্‌যাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী। লোগোতে রয়েছে বঙ্গবন্ধুর মুখচ্ছবি।

কলকাতা বইমেলায় এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে, ‘সৃজনে মননে মানবিক দেশ, বঙ্গবন্ধু শেখ মুজিবের বাংলাদেশ’।

করোনা আবহে স্বাস্থ্যবিধি মেনে আগামী ২৮ ফেব্রুয়ারি শুরু হচ্ছে কলকাতা আন্তর্জাতিক বইমেলা। ১৩ মার্চ চলবে পর্যন্ত করুণাময়ীর সেন্ট্রাল পার্ক মেলা প্রাঙ্গণে। এবারের বইমেলা উৎসর্গিত হচ্ছে বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ এবং বাংলাদেশের সুবর্ণজয়ন্তীকে ঘিরে।

কলকাতা বইমেলায় এবারের বইমেলায় ৬ শতাধিক স্টল থাকছে। বইমেলায় প্রধান ৪টি প্রবেশদ্বারের মধ্যে ৩টি দেওয়া হয়েছে বাংলাদেশকে। এই তিনটি প্রবেশদ্বার সাজানো হচ্ছে বঙ্গবন্ধুর বিখ্যাত ৩টি বই বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’, ‘কারাগারের রোজনামচা’ এবং ‘আমার দেখা নয়া চীন’-এর আদলে। বাংলাদেশ প্যাভিলিয়নের আকৃতি হবে প্রায় ৬০০ বর্গফুট। ৫০টি স্টলে সরকারি বেসরকারি মোট ৪২টি প্রকাশনা সংস্থা অংশগ্রহণ করবে, সব মিলিয়ে বই থাকবে ১০ হাজারের বেশি।

৩ ও ৪ মার্চ কলকাতা বইমেলায় বাংলাদেশ দিবস উদ্‌যাপিত হবে। ৬ মার্চ শিশু দিবস উদ্‌যাপন ছাড়াও ১১ ও ১২ মার্চ কলকাতা সাহিত্য উৎসব উদ্‌যাপনের কথা রয়েছে। মেলায় বাংলাদেশ প্যাভিলিয়ন ছাড়াও থাকছে ব্রিটেন, ইতালি, স্পেন, আর্জেন্টিনা, মেক্সিকো, ইরান এবং ল্যাটিন আমেরিকার দেশগুলো।

পূর্বপশ্চিম- এনই

কলকাতা বইমেলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close