• শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

আন্তর্জাতিক সংস্থায় চাকরির সুযোগ

প্রকাশ:  ২৫ মার্চ ২০২২, ১২:২৭
চাকরি ডেস্ক

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল। সংস্থাটি রংপুর বিভাগে কর্মী নিয়োগ দেবে।

চাকরি প্রত্যাশীরা আগামী ৩ এপ্রিল পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: টেকনিক্যাল স্পেশালিস্ট এসওওয়াইইই

পদসংখ্যা: ১

যোগ্যতা ও অভিজ্ঞতা: অর্থনীতি, সমাজবিজ্ঞান, কৃষি বা লাইভস্টকে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। গার্লস অ্যান্ড ইয়াং উইমেন এমপাওয়ারমেন্ট বা লাইভলিহুড ডেভেলপমেন্টে অন্তত পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। চাইল্ড রাইটস প্রোগ্রামিং, গার্লস অ্যান্ড ইয়াং পিপল সেফগার্ডিং ও জেন্ডার ট্রান্সফরমেটিভ বিষয়ে জ্ঞান থাকতে হবে। বাজেট ব্যবস্থাপনা, ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস রিপোর্টিং বিষয়ে জানাশোনা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক (২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত)

কর্মস্থল: রংপুর বিভাগীয় অফিস

বেতন ও সুযোগ–সুবিধা: মাসিক বেতন ৮৬ হাজার ৮৭০ থেকে ১ লাখ ৮ হাজার ৫৮৮। এ ছাড়া জীবনবিমা, চিকিৎসা সুবিধা ও উৎসব ভাতা দেওয়া হবে।

পদের নাম: টেকনিক্যাল স্পেশালিস্ট-এসআরএইচআর

পদসংখ্যা: ১

যোগ্যতা ও অভিজ্ঞতা: সমাজবিজ্ঞানে এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। বয়োসন্ধি বা সেক্সুয়াল অ্যান্ড রিপ্রোডাকটিভ হেলথে কোনো ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। এসআরএইটআর বাস্তবায়ন ও চাইল্ড প্রোটেকশন প্রজেক্টে অন্তত তিন থেকে পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। মোটরসাইকেল চালানোর মানসিকতা থাকতে হবে।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক (২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত)

কর্মস্থল: রংপুর বিভাগীয় অফিস

বেতন ও সুযোগ-সুবিধা: মাসিক বেতন ৮৬ হাজার ৮৭০ থেকে ১ লাখ ৮ হাজার ৫৮৮। এ ছাড়া জীবনবিমা, চিকিৎসা সুবিধা ও উৎসব ভাতা দেওয়া হবে।

আবেদনের নিয়ম: চাকরি প্রত্যাশীরা প্ল্যান্ট ইন্টারন্যাশনালের চাকরিসংক্রান্ত ওয়েবসাইটের লিংকে গিয়ে আবেদন করতে পারবেন।

পূর্বপশ্চিমবিডি/এনজে

প্ল্যান ইন্টারন্যাশনাল,জনবল নিয়োগ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close