• বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
  • ||

দৈনিক ৩ হাজার ডেঙ্গু রোগী হাসাপাতালে ভর্তি হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশ:  ১২ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৩২
নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সারাদেশে ডেঙ্গু রোগী ছড়িয়ে পড়েছে। শুধু ঢাকাতে নয়, ৬৪ জেলাতেই ডেঙ্গু রোগী আছে।

হাসপাতালে অনেক রোগী ভর্তি হচ্ছে। দৈনিক ৩ হাজার ডেঙ্গু রোগী হাসাপাতালে ভর্তি হচ্ছে। এতে চিকিৎসার কোনো সমস্যা হচ্ছে না।

সম্পর্কিত খবর

    মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে গর্ভকালীন স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে এক জাতীয় কনফারেন্সের উদ্বোধন শেষে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

    স্বাস্থ্যমন্ত্রী বলেন, মশা কমেনি বরং বেড়েছে। মশার কামড়ও বেড়েছে। আর সেই কারণে আমরা বেশি রোগী পাচ্ছি। মশা না কমালে ডেঙ্গু রোগী কমবে না। তাই মশা কমানোর যাদের দায়িত্ব তাদের সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে।

    তিনি বলেন, যেখান থেকে মশা বৃদ্ধি পাচ্ছে সেটা খুঁজে বের করতে হবে। আশেপাশে ড্রেন-ডোবানালা আছে সেখানে স্প্রে করতে হবে। বাড়ির আশেপাশে ও ভেতরে স্প্রে করতে হবে।

    তিনি আরো বলেন, হাসপাতালে স্যালাইনেরও কোনো অভাব নেই। সঠিকভাবে ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছে। তবে স্যালাইনের কিছুটা ঘাটতি আছে। তাই সাত লাখ স্যালাইন আমদানি করা হচ্ছে। অল্প কিছুদিনের মধ্যেই আমাদের হাতে চলে আসবে।

    অনুষ্ঠানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফসহ আন্তর্জাতিক দাতা সংস্থা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিসহ চিকিৎসকরা অংশ নেন। এ সময় সরকারের আন্তরিক প্রচেষ্টার কারণে দেশে বাল্যবিয়ে ও শিশুমৃত্যুর হার দুটোই কমেছে বলে জানান জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close