• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

করোনায় শনাক্তের সংখ্যা কমেছে

প্রকাশ:  ১৯ আগস্ট ২০২২, ২০:১৮
নিজস্ব প্রতিবেদক

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এই সময়ে ৯৩ জনের করোনা শনাক্ত হয়।

আজ শুক্রবার (১৯ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ পর্যন্ত দেশে করোনা রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৯ হাজার ৭৯৭ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে ২৯ হাজার ৩১৫ জনের মৃত্যু হয়েছে। ২৪ ঘণ্টায় ২ হাজার ৭৬৩ জনের নমুনা পরীক্ষা হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩ দশমিক ৩৭ শতাংশ। এছাড়া একদিনে ২৭৩ সুস্থ হয়েছে। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৯ লাখ ৫৩ হাজার ১১১ জন।

২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।

পূর্বপশ্চিমবিডি/এআই

করোনাভাইরাস
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close