• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

টানা ১৯ দিন মৃত্যুহীন, শনাক্ত ৩০

প্রকাশ:  ০৯ মে ২০২২, ১৭:২৯
নিজস্ব প্রতিবেদক

দেশে গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি, এই নিয়ে টানা ১৯ দিন করোনায় কারও মৃত্যু হয়নি। একই সময়ে নতুন করে আরও ৩০ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে দেশে করোনা শনাক্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫২ হাজার ৭৯৯ জনে। করোনায় মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ১২৭ জনই অপরিবর্তিত রইলো।

সোমবার (৮ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ৪১৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৪০ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ২০ জন ঢাকার, তিনজন টাঙ্গাইলের, একজন চট্গ্রাম, একজন নওগাঁ, দুইজন খুলনা, একজন মেহেরপুর, এবং দুইজনর বরিশাল জেলার বাসিন্দা।

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছে ২৭২ জন। তাদের নিয়ে ১৮ লাখ ৯৭ হাজার ৭৯৮ সুস্থ্য হয়ে উঠলেন।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর।

করোনা,করোনা শনাক্ত,করোনায় মৃত্যু
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close