• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

দেশে ওমিক্রন শনাক্ত হওয়া ২১ জনের মধ্যে ১৪ জনই নারী

প্রকাশ:  ০৮ জানুয়ারি ২০২২, ২০:৫২
নিজস্ব প্রতিবেদক

দেশে করোনার নতুন ধরণ ওমিক্রন শনাক্ত হয়েছে মোট ২১ জনের। এদের মধ্যে ১৪ জনই নারী।

শনিবার (৮ জানুয়ারি) জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জার (জিআইএসএআইডি) বৈশ্বিক ডাটাবেস থেকে এই তথ্য জানা গেছে।

সংস্থাটি জানিয়েছে, এদিন ওমিক্রনে নতুন করে আরও একজন শনাক্ত হয়েছেন। ওই ব্যক্তি ঢাকায় অবস্থান করছেন। তিনি একজন পুরুষ এবং তার বয়স ২২ বছর। গত ২৮ ডিসেম্বর তার নমুনা সংগ্রহ করা হয়।

জিআইএসএআইডি সূত্র জানায়, দেশে গত ১১ ডিসেম্বর প্রথম দুজন নারী ক্রিকেটারের শরীরে ওমিক্রন শনাক্ত হয়। গত ৬ জানুয়ারি দেশে ১০ জনের ওমিক্রন শনাক্তের খবর পাওয়া যায়। ৩১ ডিসেম্বর তিন জনের দেহে ওমিক্রন শনাক্ত হওয়ার খবর জানায় জিআইএসএআইডি। এরও আগে ২৮ ডিসেম্বর সন্ধ্যায় একজন এবং রাতে তিনজনের দেহে ওমিক্রন শনাক্ত হয়। আগের দিন ২৭ ডিসেম্বর রাতে আরও একজনের নমুনায় করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ার তথ্য জানায় সংস্থাটি।

পূর্বপশ্চিম- এনই

ওমিক্রন,ওমিক্রন শনাক্ত
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close