• বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়ল

প্রকাশ:  ১৮ এপ্রিল ২০২৪, ১৯:৩১
পূর্বপশ্চিম ডেস্ক

বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৪ টাকা বাড়িয়েছে সরকার। আর খোলা তেলের দাম প্রতি লিটারে দুই টাকা কমানোর সিদ্ধান্ত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সচিবালয়ে এক ব্রিফিংয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এ তথ্য জানিয়েছেন।

প্রতিমন্ত্রী বলেন, “খোলাবাজারে সয়াবিন তেল যেটা ১৪৯ টাকা ছিল, সেটা দুই টাকা কমিয়ে সর্বোচ্চ ১৪৭ টাকায় বিক্রি হবে।”

তিনি বলেন, “বোতলজাত সয়াবিন তেলের দাম নির্ধারিত ছিল ১৬৩ টাকা। সেখান থেকে বৃদ্ধি করে ১৬৭ টাকা নির্ধারণ করা হয়েছে।”

খোলা সয়াবিন তেলের ৫ লিটারের বোতলের দামের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, “খোলাবাজারে সয়াবিন তেল ৫ লিটারের বোতল ৮০০ টাকা ছিল। সেটাকে ৮১৮ টাকায় নির্ধারণ করা হয়েছে।”

এর আগে, সয়াবিন তেলের দাম লিটারে ১০ টাকা বাড়ানোর ঘোষণা দেন মিল মালিকরা। গত মঙ্গলবার থেকে নতুন এই দাম কার্যকরের ঘোষণা দিয়ে বাণিজ্য সচিব বরাবর চিঠি দেয় কোম্পানিগুলো সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।

সেদিন সয়াবিনের মূল্যবৃদ্ধির “সুযোগ নেই” বলে জানিয়েছিলেন বাণিজ্য প্রতিমন্ত্রী।

রোজার আগে ১ মার্চ প্রতিলিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১০ টাকা কমিয়ে ১৬৩ টাকা করা হয়। ওই সময় ৫ লিটার বোতলজাত সয়াবিনের দাম নির্ধারণ করা হয়েছিল ৮০০ টাকা।

ব্যবসা-বাণিজ্য,অর্থনীতি,ভোজ্যতেল,দ্রব্যমূল্য
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close