• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

কমল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ১১ হাজার

প্রকাশ:  ১৯ মার্চ ২০২৪, ১৮:১৪
পূর্বপশ্চিম ডেস্ক

দেশের বাজারে স্বর্ণের দাম কমেছে। এ দফায় প্রতি ভরিতে স্বর্ণের দাম সর্বোচ্চ ১,৭৫০ টাকা কমানো হয়েছে। তাতে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ১,৭৫০ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম হয়েছে এক লাখ ১১,১৫৮ টাকা।

মঙ্গলবার (১৯ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সমিতি বলেছে, স্থানীয় বাজারে খাঁটি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে। বুধবার থেকে নতুন এ দাম কার্যকর হবে।

এর আগে গত ৭ মার্চ ভালো মানের এক ভরি স্বর্ণের দাম এক লাখ ১২,৯০৮ টাকা নির্ধারণ করা হয়। এতে অতীতের সব রেকর্ড ভেঙে স্বর্ণের সর্বোচ্চ দামের নতুন রেকর্ড সৃষ্টি হয়। ১৩ দিন রেকর্ড দামে বিক্রির পর এখন স্বর্ণের দাম কিছুটা কমল।

নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের ১ ভরি স্বর্ণের দাম ১,৬৩৩ টাকা কমিয়ে ১ লাখ ৬ হাজার ১৪২ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১,৪০০ টাকা কমিয়ে ৯০,৯৭৯ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ১,১৬৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৭৫,৮১৬ টাকা।

অবশ্য আগের মতো অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের ১ ভরি রুপার দাম ২,১০০ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ২,০০৬ টাকা, ১৮ ক্যারেট ভরিপ্রতি ১,৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির ১ ভরি রুপার দাম ১,২৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

স্বর্ণ,দাম,কমেছে
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close