• রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

নতুন বছরে প্রবাসী আয়ে চমক

প্রকাশ:  ০২ ফেব্রুয়ারি ২০২৪, ০১:০০
পূর্বপশ্চিম ডেস্ক

নতুন বছরে রেমিট্যান্স তথা প্রবাসী আয়ে কিছুটা চমক ঘটেছে। সদ্য সমাপ্ত জানুয়ারি মাসে দেশে মোট ২১০ কোটি মার্কিন ডলারের প্রবাসী আয় এসেছে। এই পরিমাণ প্রবাসী আয় গেল ছয় মাসে আসেনি। এর আগে গেল বছরের জুন মাসে সর্বোচ্চ ২১৯ কোটি ডলার এসেছিল।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন বলছে, ২০২৪ সালের জানুয়ারি মাসে মোট প্রবাসী আয় এসেছে ২১০ কোটি ১০ লাখ ডলার। এর আগে গেল ডিসেম্বরে ১৯৮ কোটি ৯৮ লাখ ডলার ও নভেম্বরে ১৯৩ কোটি ডলারের আয় এসেছিল।

২০২৩ সালে সব মিলিয়ে দেশে প্রবাসী আয় এসেছিল ২ হাজার ১৯০ কোটি ডলার। ২০২২ সালে এসেছিল ২ হাজার ১৩০ কোটি ডলার। এর মানে, ২০২৩ সালে প্রবাসী আয় বেড়েছে প্রায় ৩ শতাংশ। এর আগে ২০২১ সালে ২ হাজার ২০৭ কোটি ডলার, ২০২০ সালে ২ হাজার ১৭৩ কোটি ডলার ও ২০১৯ সালে ১ হাজার ৮৩৩ কোটি ডলারের প্রবাসী আয় আসে।

সেই হিসাবে গেল পাঁচ বছরের মধ্যে ২০২৩ সালে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয় এসেছে। তা সত্ত্বেও প্রবাসী আয়ে যে প্রবৃদ্ধি হয়েছে, তা প্রত্যাশা পূরণ করতে পারছে না। কারণ, প্রতিবছর যে পরিমাণ জনশক্তি রপ্তানি হয়ে থাকে, সে অনুযায়ী প্রবাসী আয়ে প্রবৃদ্ধি দেখা যাচ্ছে না।

মার্কিন ডলার,প্রবাসী
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close