• শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দিয়ে মুদ্রানীতি ঘোষণা

প্রকাশ:  ১৭ জানুয়ারি ২০২৪, ১৭:২৬ | আপডেট : ১৭ জানুয়ারি ২০২৪, ১৭:৩০
নিজস্ব প্রতিবেদক

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দিয়ে মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। আগামী জুনে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির প্রাক্কলনের লক্ষ্যমাত্রা কমিয়ে ১০ শতাংশে নামিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আগের মুদ্রানীতিতে যা ১১ শতাংশ ছিল। একইসঙ্গে নীতি সুদহার হিসেবে বিবেচিত রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৮ শতাংশ করা হয়েছে।এছাড়া বিনিময় হারের নতুন ব্যবস্থা চালুর ঘোষণা দেওয়া হয়েছে।

বুধবার (১৭ জানুয়ারি) ব্যাংকের সভাকক্ষে গভর্নর আব্দুর রউফ তালুকদার চলতি অর্থবছরের দ্বিতীয়ার্ধের নতুন মুদ্রানীতি ঘোষণা করেন। এসম তিনি বলেন, এবারের মুদ্রানীতিতেও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অগ্রাধিকার থাকবে।

গভর্নর উল্লেখ করেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে এবারো অগ্রাধিকার দেওয়া হয়েছে। তবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সমস্যা রয়েছে। এর মধ্যে অর্থনৈতিক বিষয়গুলো দেখছে বাংলাদেশ ব্যাংক। অন্য বিষয়গুলো দেখার বিষয়ে নতুন অর্থমন্ত্রীকে বলা হয়েছে। আগামী রবিবার এ বিষয়ে তিনি একটি বৈঠক ডেকেছেন।

গভর্নর বলেন, মূল্যস্ফীতি ৬ শতাংশে নেমে না আসা পর্যন্ত সংকোচনমূলক মুদ্রানীতি অব্যাহত থাকবে। এবারের মুদ্রানীতিতে চারটি বিষয় গুরুত্ব দিয়ে মনিটরিং পলিসি করা হয়েছে। সরকারের নির্বাচনি ইশতেহারের সঙ্গে এই মুদ্রানীতি সামঞ্জস্যপূর্ণ।

এছাড়া মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে গিয়ে প্রবৃদ্ধি ১ শতাংশ কমলেও অসুবিধা নেই বলেও মন্তব্য করেন তিনি।

পূর্বপশ্চিমবিডি/এসএম

ঘোষণা,মুদ্রানীতি,মূল্যস্ফীতি,নিয়ন্ত্রণ,অগ্রাধিকার,বাংলাদেশ ব্যাংক
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close