• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

সূচকের সঙ্গে লেনদেন বেড়েছে শেয়ারবাজারে

প্রকাশ:  ২৯ নভেম্বর ২০২৩, ১৮:১৬
পূর্ব পশ্চিম ডেস্ক

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সেই সঙ্গে এদিন ডিএসইতে টাকার অংকে বেড়েছে লেনদেনের পরিমাণ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্পর্কিত খবর

    সূত্র মতে, বুধবার (২৯ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ‘ডিএসই এক্স’ ১৫ দশমিক ৭২ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। সূচকটি আজ বাজার শেষে ৬ হাজার ২১৮ পয়েন্টে দাড়িয়েছে।

    এদিন প্রধান সূচকের সঙ্গে ডিএসইর শরীয়াহ্ সূচকে ৪ দশমিক ৬৮ পয়েন্ট এবং ডিএস৩০ সূচকে ৩ দশমিক ৯৭ পয়েন্ট যোগ হয়েছে।

    ডিএসইতে আজ মোট ৩০২ কোটি ৯৫ লাখ টাকা শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২৯৭ কোটি ২০ লাখ টাকা।

    আজ দেশের প্রধান শেয়ারবাজারে মোট ২৯৫ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১৫৩টি প্রতিষ্ঠানের শেয়ারদরই আজ অপরিবর্তিত রয়েছে। দর বৃদ্ধি পেয়েছে ১২৩ কোম্পানির। বাকি ১৯ কোম্পানির শেয়ারের দাম আজ কমেছে।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close