• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

শেয়ারবাজারে ৪৪২ কোটি টাকার লেনদেন

প্রকাশ:  ২০ নভেম্বর ২০২৩, ১৭:১৮
পূর্ব পশ্চিম ডেস্ক

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের নিম্নগতিতে লেনদেন শেষ হয়েছে। তবে আগের কার্যদিবসের তুলনায় এদিন লেনদেন বেড়েছে ০৯ কোটি টাকা।

সম্পর্কিত খবর

    ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

    সূত্র মতে, সোমবার (২০ নভেম্বর) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৪ দশমিক ৪১ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৬ হাজার ২২৬ পয়েন্টে।

    এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ২ দশমিক ৭১ পয়েন্ট কমে ১৩৫১ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৪ দশমিক ৮২ পয়েন্ট কমে ২১০৫ পয়েন্টে অবস্থান করছে।

    আজ ডিএসইতে ৪৪২ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৪৩৩ কোটি ৮৬ লাখ টাকা।

    সোমবার ডিএসইতে মোট ২৯৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৯টি কোম্পানির, বিপরীতে ১২৪ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ১৫১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close