• রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হবে ৫.৫ শতাংশ

প্রকাশ:  ১২ এপ্রিল ২০২৩, ২২:২৯
নিজস্ব প্রতিবেদক

২০২৩ সালে বাংলাদেশের প্রকৃত মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধি অর্জিত হবে ৫.৫ শতাংশ। ২০২৪ সালে তা কিছুটা বেড়ে হবে ৬.৫ শতাংশ।

মঙ্গলবার (১১ এপ্রিল) আইএমএফের ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক ২০২৩ প্রতিবেদনে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে এ পূর্বাভাস দেয়া হয়। এছাড়া অর্থনৈতিক প্রবৃদ্ধির এ ধারা অব্যাহত থাকলে ২০২৮ সালে দেশের প্রবৃদ্ধি ৭ শতাংশ হওয়ার পূর্বাভাসও দিয়েছে সংস্থাটি।

এদিকে আইএমএফের এ আভাস বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) তুলনায় কিছুটা বেশি। গত ৪ এপ্রিল বাংলাদেশের উন্নয়নবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে বিশ্বব্যাংক পূর্বাভাস দিয়েছিল, ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হার হবে ৫ দশমিক ২ শতাংশ। অন্যদিকে এডিবি তার পূর্বাভাসে জানায়, চলতি অর্থবছর জিডিপির প্রবৃদ্ধি হবে ৫ দশমিক ৩ শতাংশ।

সংস্থাটি জানিয়েছে, ২০২৩ সালের বাংলাদেশের মূল্যস্ফীতির হার দাঁড়াবে ৮ দশমিক ৬ শতাংশ। আর ২০২৪ সালে মূল্যস্ফীতির হার দাঁড়াবে ৬ দশমিক ৫ শতাংশে। এদিকে ২০২৮ সালে তা আরও কমে নেমে আসবে ৫ দশমিক ৫ শতাংশে।

প্রসঙ্গত, সবশেষ মার্চে দেশের মূল্যস্ফীতি ছিলো ৯ দশমিক ৩৩ শতাংশ। তবে বাংলাদেশ বিশ্বব্যাপী দ্রুত বর্ধনশীল অর্থনীতির মধ্যে একটি থাকবে বলে মনে করে আইএমএফ।

এদিকে চলতি বছরের জানুয়ারিতে আইএমএফ বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস ৫ দশমিক ৫ শতাংশ নির্ধারণ করেছিলো।

চলতি হিসাবের ঘাটতি ২০২৩ সালে কিছুটা কমে ২ দশমিক ১ শতাংশে নামবে বলে আভাস দিয়েছে আইএমএফ, যা ২০২২ সালে ছিল ৪ দশমিক ১ শতাংশ। কিন্তু ২০২৪ সালে এ ঘাটতি আবার বেড়ে ৪ দশমিক ২ শতাংশ হতে পারে, যা ২০২৮ সালে হবে ৩ শতাংশ।

পূর্বপশ্চিমবিডি/এসএম

আইএমএফ,শতাংশ,বাংলাদেশ,জিডিপি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close