• রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১
  • ||

একদিনে কাঁচামরিচ কেজিতে বেড়েছে ৫০ টাকা

প্রকাশ:  ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৪৭
নিজস্ব প্রতিবেদক

সপ্তাহ নয়, এক রাতের ব্যবধানে কেজিতে ৫০ টাকা বেড়েছে কাঁচামরিচের দাম। এই দাম বাড়ার কারণ কী, সে ব্যাখ্যা নেই ব্যবসায়ীদের কাছে।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর কয়েকটি কাঁচাবাজার ঘুরে এই চিত্র দেখা গেছে।

বৃহস্পতিবার রাজধানীর বাজারে কাঁচামরিচ বিক্রি হয়েছে ১২০ থেকে ১৫০ টাকা কেজি দরে। শুক্রবার সকালে সে কাঁচামরিচ বিক্রি হচ্ছে ২০০ টাকায়।

মোহাম্মদপুর কৃষিমার্কেটের সবজি বিক্রেতা মো. মিজান বলেন, যেমন দামে কিনুম, তেমন দামেই তো বেচুম। আমগো কী করার আছে!

একই সুর টাউন হল কাঁচাবাজারের সবজি বিক্রেতা মাসুদ হোসেনের কণ্ঠে। তিনি বলেন, 'গতকাল দেড়শ ছিল। আজ ২০০ টাকা। আমরাই কিনা আনছি ১৮০ টাকায়। বিক্রি করমু কত?'

এদিকে অন্যান্য সবজির মধ্যে আকারভেদে বাঁধাকপি ও ফুলকপি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩৫ টাকায়।

কিছুটা কম আছে শসার দাম। বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে, বেগুন বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকা, টমেটোর কেজি ৩০ থেকে ৪০ টাকা।

শিম বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা, করলা বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি দরে।

চাল কুমড়া পিস ৫০ থেকে ৬০ টাকা, লাউয়ের পিস ৭০ থেকে ৮০ টাকা, মিষ্টি কুমড়ার কেজি ৪০ থেকে ৫০ টাকা।

বাজারে চিচিঙ্গা, পটল, ঢেঁড়স ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কচুর লতি ৬০ থেকে ৭০ টাকা, পেঁপের কেজি ৩০ থেকে ৪০ টাকা, বরবটি ১০০ থেকে ১২০, দুন্দুলের কেজি ৫০ থেকে ৬০ টাকা।

কাঁচা কলার হালি ৩০ থেকে ৪০ টাকা। লেবুর হালি বিক্রি হচ্ছে ২০ থেকে ৩০ টাকা।

কাঁচামরিচ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close