• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

যুগ্ম কমিশনার হলেন ২৫ কাস্টমস কর্মকর্তা

প্রকাশ:  ২৭ এপ্রিল ২০২২, ২২:৫৯
পূর্ব পশ্চিম ডেস্ক

কাস্টমস বিভাগের যুগ্ম কমিশনার পদে ২৫ উপ-কমিশনারকে পদোন্নতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উপ-সচিব মো. আহসান হাবিব সই করা প্রজ্ঞাপন সূত্রে এসব তথ্য জানা গেছে।

বুধবার (২৭ এপ্রিল) এনবিআরের জনসংযোগ দপ্তর বিষয়টি নিশ্চিত করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের আওতাধীন এনবিআরের শুল্ক, আবগারি ও ভ্যাট বিভাগের উপ-কমিশনারদের ৫ম গ্রেড স্কেলে যুগ্ম কমিশনার পদে পদোন্নতি দেওয়া হলো। অবিলম্বে এ আদেশ কার্যকর হবে।

পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তারা হলেন- উপ-কমিশনার মশিউর রহমান, লুৎফুল কবির, আয়েশা আক্তার, শাহীনূর কবীর পাভেল, তারেক হাসান, রাকিবুল হাসান, রাফিয়া সুলতানা, আকতার হোসেন, মোহাম্মদ নাজিউর রহমান মিয়া, এদিপ বিল্লাহ, দেলোয়ার হোসেন, সুমন দাশ, সাইফুর রহমান, মহিববুর রহমান ভূঞা, কামনাশীষ, মুহাম্মদ ইমতিয়াজ হাসান, হাসনাইন মাহমুদ, ইসরাত জাহান মনি, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ সালাহউদ্দিন রিজভী, মোছা. শামিমা জেসমিন, শাফায়েত হোসেন, মাজেদুল হক ও মিজানুর রহমান।

পূর্ব পশ্চিম/জেআর

পদোন্নতি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close