• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

বসুন্ধরা এগিয়ে আসায় জুয়েলারী ব্যবসায় ঘটবে গুণগত পরিবর্তন

প্রকাশ:  ১৯ এপ্রিল ২০২২, ২০:৪১
ফেনী প্রতিনিধি

বাংলাদেশে গোল্ড জুয়েলারী খাতে বসুন্ধরার মত জায়ান্ট গ্রুপ এগিয়ে আসায় এ ব্যবাসায় গুণগত পরিবর্তন ঘটবে বলে মন্তব্য করেছেন ফেনীর পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন।

মঙ্গলবার (১৯ এপ্রিল) ফেনী শহরের একটি কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জুয়েলার্স সমিতি ফেনী জেলা শাখার ইফতার মাহিফলে এ মন্তব্য করেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে ফেনীর পুলিশ সুপার বলেন, অর্থনৈতিক সমৃদ্ধি এবং অর্থনীতির চালিকায় গোল্ডের ভূমিকা অগ্রগণ্য। এটি একটি প্রাচীন ব্যাবসা। বাংলাদেশে গোল্ড জুয়েলারী খাতে বসুন্ধরার মত জায়ান্ট গ্রুপ এগিয়ে আসায় এ ব্যবাসায় গুণগত পরিবর্তন ঘটবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগ ফেনীর উপ-পরিচালক ও ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ড. মঞ্জুরুল ইসলাম।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি ফেনী জেলা শাখার সভাপতি ইসমাইল হোসেন খোকনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আবদুল গোফরান বাচ্চুর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন, ফেনী জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট হাফেজ আহাম্মদ, অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম মোল্লা, নাদিয়া ফারজানা,ফেনী সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শহীদ খোন্দকার, ফেনী চেম্বার অব কমার্সের সভাপতি আইনুল কবির শামীম, বাংলাদেশ জুয়েলার্স সমিতির চট্টগ্রাম বিভাগীয় সভাপতি মৃনাল কান্তি ধর, সাধারণ সম্পাদক প্রনব সাহা, নোয়াখালী জেলা সভাপতি আবুল হোসেন বুলু।

অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সমিতির চাঁদপুর জেলা শাখার সভাপতি মোহাম্মদ মোস্তফা ফুল মিয়া, লক্ষীপুর জেলা কমিটির সভাপতি হরিহর পাল প্রমূখ।

পূর্বপশ্চিমবিডি/এএএম/জেএস

বসুন্ধরা,বাংলাদেশ জুয়েলার্স সমিতি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close