• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

এক লাফে লিটারে ১৩ টাকা বাড়লো জেট ফুয়েলের দাম

প্রকাশ:  ১২ এপ্রিল ২০২২, ২১:৪২ | আপডেট : ১২ এপ্রিল ২০২২, ২১:৪৭
নিজস্ব প্রতিবেদক

এক লাফে লিটারে ১৩ টাকা বেড়ে উড়োজাহাজের জ্বালানি তেল জেট ফুয়েলের দাম ১০০ টাকা ছুঁয়েছে। এতে ঈদে বাড়ি ফিরতে বাড়তি ভাড়ার আশঙ্কা করা হচ্ছে।

এভিয়েশনসংশ্লিষ্টরা বলছেন, একটি ফ্লাইটের পরিচালনা ব্যয়ের অন্তত ৪০ ভাগ নির্ভর করে জেট ফুয়েলের দামের ওপর। তাই জেট ফুয়েলের দাম বৃদ্ধি পেলে সরাসরি প্রভাব পড়ে ভাড়ায়।

ইউএস বাংলা এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক কামরুল ইসলাম বলেন, ‘প্রতি লিটার ফুয়েলের দাম গত ৩ মাসেই ২৫ টাকা বৃদ্ধি পেয়েছে। এরপর তো আর কিছু বলার নেই। গত ১৮ মাসে ১২০ শতাংশ দাম বেড়েছে।’

এতে ভাড়ায় কী প্রভাব পড়বে- জানতে চাইলে তিনি বলেন, ‘এটার প্রভাব পড়বে ভাড়ায়। সর্বশেষ যশোর ও বরিশালে সর্বনিম্ন ভাড়া ছিল ৪ হাজার ৩০০ টাকা। এটা এখন হয়েছে ৪ হাজার ৮০০ টাকা। …চট্টগ্রাম, সিলেট, রাজশাহী ও সৈয়দপুরে ভাড়া হয়েছে সর্বনিম্ন ৫ হাজার।’

তিনি বলেন, ‘কোভিডের আগে সৈয়দপুরে ভাড়া ছিল সর্বনিম্ন ২ হাজার ৭০০ টাকা। সে সময় জেট ফুয়েলের দাম ছিল ৪০ টাকার কম। সেখানে এখন প্রতি লিটার তেলের দাম বেড়েছে ৬০ টাকা। এর ফলে ভাড়াও বেড়েছে ২ হাজার টাকার বেশি।

‘এভিয়েশনশিল্প আর পর্যটনশিল্পকে যদি সাধ্যের মধ্যে রাখতে হয়, তাহলে জেট ফুয়েলে সাবসিডি দেয়ার সুযোগ থাকলে যেন এটাকে তা দিয়ে টিকিয়ে রাখা হয়। এটা না হলে বিদেশি এয়ারলাইনসের সাথে প্রতিযোগিতায় আমরা টিকতে পারব না।’

এভিয়েশন অপারেটস অ্যাসোসিয়েশনের উপদেষ্টা এবং এভিয়েশন বিশেষজ্ঞ এটিএম নজরুল ইসলাম বলেন, ‘ঈদের সময় টিকিটের এমনিতেই একটি ক্রাইসিস থাকে। এর কারণে এমনিতেই টিকিটের দামটাও বেশি থাকে। স্বাভাবিকভাবেই এটা এখন অভ্যন্তরীণ ফ্লাইটগুলোর জন্য সমস্যা তৈরি করবে।’

তিনি বলেন, ‘স্বাভাবিক সময়ে দেখা যায় দিনে ৫ থেকে ৬ হাজার যাত্রী যাওয়া-আসা করেন। ঈদের সময়ে এটা প্রায় দ্বিগুণ হয়ে যায়। এ সময় প্রত্যেকটা এয়ারলাইনসই বিশেষ ফ্লাইট পরিচালনা করে। এতে প্রতিদিন প্রায় ৯ থেকে ১০ হাজারের মতো যায়।

‘ফুয়েলের দাম বাড়লে তো ফ্লাইটের ভাড়া বাড়বে। এতে দীর্ঘমেয়াদে শিল্পের ওপর প্রভাব পড়বে। এটা অবশ্য বিশ্ববাজারেই তেলের দাম বাড়ছে।’

পূর্ব পশ্চিম/জেআর

জেড ফুয়েল
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close