• সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১
  • ||

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে জনতা ব্যাংকের ১০ দিনের কর্মসূচি

প্রকাশ:  ১৬ মার্চ ২০২২, ১৫:১৬ | আপডেট : ১৭ মার্চ ২০২২, ০১:৫৬
নিজস্ব প্রতিবেদক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ১০ দিনের কর্মসূচি গ্রহণ করেছে জনতা ব্যাংক লিমিটেড। আগামী ১৬ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত এই কর্মসূচি পালন করা হবে।

কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর মতিঝিলে জনতা ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রতিদিন সন্ধ্যায় বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক প্রামাণ্য চিত্র প্রদর্শনী।

বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে বুধবার (১৬ মার্চ) দিনগত রাত ১২টা ১ মিনিটে জনতা ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে কাটা হবে কেক। এসময় অনুষ্ঠিত হবে লেজার শো। পাশাপাশি পরিবেশিত হবে দেশাত্ববোধক গান।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (১৭ মার্চ) ধানমন্ডিস্থ জাতির জনকের প্রতিকৃতিতে জনতা ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান এস এম মাহফুজুর রহমান এবং এমডি এন্ড সিইও বীরমুক্তিযোদ্ধা মো. আব্দুছ ছালাম আজাদের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা জানাবেন ব্যাংকের পরিচালকবৃন্দ ও উর্ধ্বতন কর্মকর্তারা।

পূর্বপশ্চিম-এনই

জনতা ব্যাংক
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close