• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

রবি-এয়ারটেলেও ২০ টাকার কম রিচার্জ করা যাবে না

প্রকাশ:  ১৪ জুলাই ২০২২, ১৮:৫০
নিজস্ব প্রতিবেদক

ব্যবহারকারীদের দুঃসংবাদ দিয়েছে দেশের আরো দুই মোবাইল অপারেটর কোম্পানি রবি ও এয়ারটেল। এখন থেকে এই দুই সিমে ২০ টাকার কম রিচার্জ (ফ্লেক্সিলোড) করা যাবে না। এর আগে মোবাইল রিচার্জের সর্বনিম্ন লিমিট ছিল ১০ টাকা।

গ্রাহকদের এসএমএস করে তাদের এ নতুন সিদ্ধান্তের কথা জানিয়ে দিচ্ছে রবি ও এয়ারটেল।

রবি জানিয়েছে, শুধু রিচার্জের ক্ষেত্রেই তাদের এ সিদ্ধান্ত। তবে ২০ টাকার নিচে যেসব অফার রবি বা এয়ারটেলের আছে, তা অব্যাহত থাকবে।

এর আগে গ্রামীণফোনও এ মাসের শুরুতে তাদের সর্বনিম্ন রিচার্জ ২০ টাকা করে। ২০ টাকার কম রিচার্জ না করা গেলেও গ্রামীণফোনের ৯ টাকা, ১০ টাকা ও ১৯ টাকার স্ক্র্যাচ কার্ডগুলো আগের মতই ব্যবহার করা যাবে। তবে জিপি থেকে জিপি নাম্বারে সর্বনিম্ন ১০ টাকা ব্যালেন্স ট্রান্সফার করা যাবে।

পূর্বপশ্চিমবিডি/এআই

রবি,এয়ারটেল,রিচার্জ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close