• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

ফেসবুকের যে সেবা বন্ধ হয়ে যাচ্ছে

প্রকাশ:  ০৫ জুলাই ২০২২, ১৮:০০
পূর্বপশ্চিম ডেস্ক

চালুর এক বছরের মধ্যে বন্ধ হচ্ছে ফেসবুকের ডিজিটাল ওয়ালেট সেবা নোভি। এবছরের সেপ্টেম্বর মাসে এই ওয়ালেট বন্ধ করা হবে।

ব্লুমবার্গে এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। ব্লুমবার্গ বলছে, ১ সেপ্টেম্বর থেকে ফেসবুকের ডিজিটাল ওয়ালেট বন্ধ করে দেবে মেটা।

ওয়ালেট সেবাটি বন্ধ হলে কোনও ব্যবহারকারী ওই ওয়ালেটে টাকা জমা করা বা ওই ওয়ালেটের মাধ্যমে ট্রানজেকশন করতে পারবে না। নোভি মূলত একটি ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট।

মেটা জানিয়েছে, ২০ জুলাইয়ের পর থেকে আর কোনও ব্যবহারকারী নোভি ওয়ালেটে টাকা অ্যাড করতে পারবেন না।

যারা এই ওয়ালেট ব্যবহার করেন তাদের দ্রুত ওয়ালেট থেকে টাকা তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে মেটা। কেননা, নির্দিষ্ট সময়ের পর ওয়ালেটে থাকা টাকা ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা যাবে না।

পূর্বপশ্চিম/ম

ফেসবুক
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close