• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১
  • ||

মৃত্যুর পরও কেউ নোবেল পায়?

প্রকাশ:  ০৯ অক্টোবর ২০২২, ১৮:২৭
ফিচার ডেস্ক

১৯৭৪ সালে নোবেল ফাউন্ডেশন সিদ্ধান্ত নেয়, মৃত্যুর পর কাউকে মরণোত্তর নোবেল পুরস্কার দেওয়া হবেনা।

তবে, কারো পুরস্কার ঘোষণার পর যদি তার মৃত্যু হয় তাহলে তাকে মরণোত্তর নোবেল দেওয়া হবে।

১৯৭৪ সালের আগে মাত্র দুজন ব্যক্তিকে মরণোত্তর নোবেল দেওয়া হয়। ১৯৩১ সালে সাহিত্যে মরণোত্তর নোবেল পান এরিক অ্যাক্সেল কার্লফেল্ড। এর ৩০ বছর পর ১৯৬১ সালে শান্তিতে মরণোত্তর নোবেল পান ড্যাগ হ্যামারশোল্ড।

২০১১ সালে ফিজিওলজি বা মেডিসিনে নোবেল পুরষ্কার ঘোষণার পরে জানা যায়, বিজয়ীদের একজন- রাল্ফ স্টেইনম্যান পুরস্কার ঘোষণার মাত্র তিনদিন আগেই মারা গেছেন।

তার মৃত্যু সম্বন্ধে না জেনেই স্টেইনম্যানকে পুরস্কৃত করা হয় বলে তাকে নোবেল বিজয়ীদের তালিকায় রাখার সিদ্ধান্ত নেয় নোবেল ফাউন্ডেশন বোর্ড।

নোবেল,নোবেল বিজয়ী
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close