• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

কাতারে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি ৩ শিক্ষার্থী নিহত

প্রকাশ:  ২৭ মার্চ ২০২২, ১৩:৩৯
পূর্বপশ্চিম ডেস্ক

কাতারে সড়ক দুর্ঘটনায় ৩ প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। তারা মা-বাবাসহ পরিবারের সঙ্গে কাতারে বাস করতেন।

শনিবার (২৬ মার্চ) আনুমানিক রাত ৯টায় আল সামাল সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সিলেটের ইকবাল আহমেদের ছেলে আহমেদ সাফওয়ান (২১), চট্টগ্রামের নুরুল ইসলামের ছেলে ইসরান (২২) ও ফেনীর ফজলুল হকের ছেলে আজহারুল হক জয় (২২)।

জানা যায়, কাতারপ্রবাসী চার শিক্ষার্থী শনিবার রাতে ঘুরতে বের হলে হাইওয়েতে গাড়ির চাকা নষ্ট হয়ে যায়। এ সময় ইমার্জেন্সি লাইট জ্বালিয়ে নষ্ট চাকা পরিবর্তন করার সময় দ্রুতগতির একটি প্রাইভেট কার এসে তিনজনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে একজন মারা যান। গুরুতর আহত ২ জনকে হাসপাতালের নেওয়ার পর সেখানে তাদের মৃত্যু হয়।

পূর্বপশ্চিমবিডি/জেএস

কাতার,প্রবাসী
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close