• শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

নিরাপত্তাহীনতায় ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশিরা

প্রকাশ:  ২৪ ফেব্রুয়ারি ২০২২, ১৮:১৪ | আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৩৫
নিজস্ব প্রতিবেদক

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর দেশটিতে অবস্থানরত বাংলাদেশিরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাদের মধ্যে ছড়িয়ে পড়েছে উদ্বেগ-উৎকণ্ঠা। বিশেষ করে ইউক্রেনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়তে যাওয়া বাংলাদেশি শিক্ষার্থীরা চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।

ইউক্রেনে বাংলাদেশের কোনো দূতাবাস না থাকায় সেখানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা সাহায্যের জন্য কোথাও যেতে পারছেন না। পাশের দেশ পোল্যান্ডের দূতাবাস থেকে ইউক্রেনের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক কার্যক্রম সম্পন্ন হয়ে থাকে।

এর আগে সম্ভাব্য রুশ হামলার পরিপ্রেক্ষিতে গত ১৫ ফেব্রুয়ারি পোল্যান্ডের ওয়ারশতে বাংলাদেশ দূতাবাস থেকে ইউক্রেনে অবস্থানরত বাংলাদেশিদের দেশে ফিরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল্। কিন্তু পরিস্থিতি অনুকূল অনেক প্রবাসীর পক্ষেই ইউক্রেনে ফেরা সম্ভব হয়নি।

ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশের ছাত্র সিলেটের মোহাম্মদ রুমন ফোনে সেখানকার পরিস্থিতি জানিয়ে বলেন, আমি অবস্থান করছি ইউক্রেনের মারিয়াপোল শহরে। রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীরা শহরটির পাশ্ববর্তী অঞ্চল দোনে‍ৎস্ক দখল করে রেখেছে। সকাল বেলা বিকট শব্দে আমার ঘুম ভাঙে। এরপর দিনভর থেমে থেমে বিস্ফোরণের আওয়াজ আসছি। এ অবস্থায় প্রচণ্ড নিরাপত্তাহীনতার মধ্যে পড়ে গেছি।

তিনি বলেন, শহরের ভেতর ট্যাক্সি, বাস এখনও চলছে, তবে সংখ্যা কমে গেছে। অন্য শহরে যাওয়ার সব যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। পোল্যান্ড দূতাবাস থেকে আমাদের দেশে ফিরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমরা কীভাবে দেশে ফিরব, বুঝতে পারছি না।

জানা গেছে, ইউক্রেনে খুব বেশি বাংলাদেশি নেই। সব মিলিয়ে প্রায় দুই হাজার বাংলাদেশি সেখানে থাকেন। এদের বেশিরভাগই শিক্ষার্থী।

পূর্বপশ্চিম- এনই

ইউক্রেন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close