• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

‘রাজকুমারের প্রতি দর্শকের আগ্রহ আছে’

প্রকাশ:  ০২ মে ২০২৪, ১৯:০০
পূর্বপশ্চিম ডেস্ক

দেশসেরা চিত্রনায়ক শাকিব খান অভিনীত ‘রাজকুমার’ সিনেমা ঈদুল ফিতরের দিন থেকে প্রেক্ষাগৃহে রাজত্ব করছে। বিশেষ করে সিনেপ্লেক্সে সবচেয়ে বেশি আয় করা সিনেমাও এটি। সিনেপ্লেক্সের বাইরে শতাধিক সিঙ্গেল স্ক্রিনে মুক্তি পায় হিমেল আশরাফ পরিচালিত এই সিনেমা।

মুক্তির দিন থেকেই সিঙ্গেল স্ক্রিনে সিনেমাটি নিয়ে শাকিব ভক্তদের মধ্যে বাড়তি উন্মাদনা দেখা যায়। আরশাদ আদনান প্রযোজিত ‘রাজকুমার’ সিনেমা সিনেপ্লেক্সে মুক্তি পাওয়া ৮ সিনেমার মধ্যে সর্বাধিক দর্শক টেনেছে। ঈদে মুক্তি পাওয়া সব সিনেমা স্টার সিনেপ্লেক্স থেকে নামিয়ে ফেললেও ‘রাজকুমার’ দেখতে পাবেন শাকিব ভক্তরা। বসুন্ধরা সিটি ও সীমান্ত সম্ভারে প্রদর্শিত হচ্ছে এটি।

স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, “এটা আমাদের স্বাভাবিক একটা প্রক্রিয়া। শো সংখ্যা প্রতি দিনই পরিবর্তন হয়। দর্শক যে সিনেমা দেখতে চায়, সেটার শো আমরা তাৎক্ষণিকভাবে বাড়িয়ে দেই। যেমন আমাদের আমদানি করা সিনেমা ‘দ্য ফল গাই’ ও ‘মুচাচোস’র দর্শক কম থাকায় এগুলোর শো কমিয়ে দিয়েছি। তো এটা প্রতিনিয়তই হচ্ছে। আমাদের কাছে মনে হয়েছে, ‘রাজকুমার’ সিনেমার প্রতি দর্শকের কিছুটা আগ্রহ আছে; তাই এগুলোকে অন্তর্ভুক্ত করা হয়েছে।”

শাকিব খান,চিত্রনায়ক,রাজকুমার,সিনেমা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close