• রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ঐশ্বরিয়াকে কটাক্ষ রাহুল গান্ধীর, পুত্রবধুকে অপমানের জবাব দিলেন অমিতাভ

প্রকাশ:  ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৫৩
পূর্বপশ্চিম ডেস্ক

রামমন্দির ইস্যু নিয়ে বিতর্ক থামছেই না। বড় বাজেট খরচ করে রামমন্দির গড়া-বিজেপি নির্বাচনী ইশতেহারে ছিল। শেষ পর্যন্ত সেটি করেছেও মোদি সরকার। উদ্বোধনী আয়োজন ছিল বেশ জামজমকপূর্ণ। ছিলেন দেশটির রথি-মহারথিরা। আয়োজনের জৌলুস বাড়িয়ে দিয়েছিলেন বলিউড সেলিব্রিটিরা।

গিয়েছিলেন অমিতাভ বচ্চন-ঐশ্বরিয়া রায় বচ্ছনসহ বেশিরভাগ তারকারা। তা নিয়ে এক জনসভায় কড়া সমালোচনা করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সমাবেশে তিনি বলেছিলেন, ‘‘আপনারা কি রামমন্দিরের প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠান দেখেছেন? কোনো তফসিলি জাতি, জনজাতির প্রতিনিধিকে দেখতে পেয়েছেন? যারা দেশটাকে চালান তাদের রামমন্দির উদ্বোধনের আমন্ত্রিতের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। আর ডেকে আনা হয়েছে কাদের? অমিতাভ বচ্চন, ঐশ্বরিয়া রাই বচ্চনদের।’’

জনসভায় দেওয়া সেই বক্তব্যে ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। আলোচনা সমালোচনার মুখেই এবার তার জবাব দিয়েছেন অমিতাভ বচ্চন। এক্সে হ্যান্ডেলে অমিতাভ লিখেছেন, ‘‘এখন শুধু পরিশ্রম করার সময়। শারীরিকভাবে তৎপর থাকা....এবং মানসিক ভাবে নম্র থাকা..সব কিছুর জন্য শুধু অপেক্ষা করতে হবে।’’

রাহুলের বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন গায়িকা সোনা মহাপাত্রও। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘‘রাজনীতিবিদেরা তাদের বক্তব্যে অনেক সময় নারীদের অবমাননা করেন। এতে কি তারা নিজেদের পৌরুষ প্রমাণ করতে চান? অতীতে কি আপনার মা এবং বোনকে কেউ এভাবে অবজ্ঞা করেছেন?’’

নরেন্দ্র মোদি,রামমন্দির,নির্বাচনী ইশতেহার
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close