• বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

‘সেলিব্রেটি ক্রিকেট লিগ’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

প্রকাশ:  ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১৪:৩৪
বিনোদন ডেস্ক

ঢাকায় শুরু হতে যাচ্ছে ‘সেলিব্রেটি ক্রিকেট লিগ’। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে গ্রুপ পর্বের খেলা। এরপর যথাক্রমে সেমিফাইনাল ও ফাইনালের মধ্য দিয়ে আগামী ৩০ সেপ্টেম্বর আসরটির সমাপ্তি ঘটবে। মিরপুরে অবস্থিত শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে হবে ম্যাচগুলো।

ক্রিকেট বিশ্বকাপ শুরুর আগমুহূর্তে ক্রিকেটপ্রেমীদের খেলা ও বিনোদনে মাতিয়ে রাখতে এবং জাতীয় ক্রিকেট দলের জন্য শুভ কামনা জানাতে জি নেক্সট নামের একটি প্রতিষ্ঠানের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে ‘সেলিব্রেটি ক্রিকেট লিগ’। এই ক্রিকেট লিগে দুই বিভাগে মোট আটটি দল অংশ নিচ্ছে।

‘উই ওয়ান্ট দ্য ওয়ার্ল্ড কাপ’ স্লোগানে শুরু হতে যাওয়া এই লিগের প্রতি দলের সব খেলোয়াড়ই শোবিজের সঙ্গে যুক্ত।

বিশ্বকাপে বাংলাদেশ দলকে উৎসাহ দিতেই এ আয়োজন- এমনটাই জানিয়েছেন আয়োজকরা। এক বার্তায় তারা বলেছেন, বিশ্বকাপ জেতার মতো সক্ষমতা বাংলাদেশের আছে। এখন শুধু প্রয়োজন দেশজুড়ে সমর্থন, যেটা খেলোয়াড়দের উৎসাহ দেবে। এই বিশ্বাস থেকেই তারকারা সবাই এক হয়েছেন।

‘সেলিব্রেটি ক্রিকেট লিগ’র আট দলের অধিনায়ক হিসেবে থাকছেন গিয়াসউদ্দিন সেলিম, সালাহউদ্দিন লাভলু, শিহাব শাহীন, চয়নিকা চৌধুরী, দীপংকর দীপন, সকাল আহমেদ, মোস্তফা কামাল রাজ ও রায়হান রাফী।

প্রতিটি দলের জন্য মেন্টর হিসেবে একজন করে জাতীয় সাবেক ক্রিকেটার থাকছেন। এর মধ্যে আছেন মোহাম্মদ আশরাফুল, রাজিন সালেহ, মেহরাব হোসেন অপি, আফতাব আহমেদের মতো সফল ক্রিকেটার। অধিনায়কসহ প্রতি দলের সদস্য ১৬ জন। এর মধ্যে আটজন মাঠে খেলবেন। সেই আটজনের মধ্যে অন্তত দু’জন নারী তারকা থাকবেন।

ধরেই অনুশীলনে সময় দিয়েছেন তারকারা। নিজ নিজ দলের জয় নিয়ে প্রত্যেকেই আশা ব্যক্ত করেছেন। তবে শেষ পর্যন্ত চ্যাম্পিয়নের খেতাব কারা পান, সেটা জানা যাবে ৩০ সেপ্টেম্বর।

লিগে আটটি দলে খেলতে যাওয়া তারকাদের মধ্যে রয়েছেন চঞ্চল চৌধুরী, আফরান নিশো, তমা মির্জা, অপু বিশ্বাস, সিয়াম আহমেদ, শ্যামল মাওলা, মৌসুমী হামিদ, ইরফান সাজ্জাদ, সামিয়া অথৈ, পিন্টু ঘোষ, জাকিয়া বারী মম, মন্দিরা চক্রবর্তী, তৌসিফ মাহবুব, মেহজাবীন চৌধুরী, শরিফুল রাজ, সাবিলা নূর, তাসনিয়া ফারিণ, নাসির উদ্দিন খান, আরফিন রুমি, ইরেশ যাকের, রাশেদ মামুন অপু, পরীমনি, ববি হক, সাইমন সাদিক, প্রার্থনা ফারদিন দীঘি, নিলয় আলমগীর, জান্নাতুল ফেরদৌস হিমি, ইয়াশ রোহান, বাপ্পী চৌধুরী, সালহা খানম নাদিয়া, মনোজ প্রামাণিক, এ বি এম সুমন, টয়া, পারসা ইভানা, জিয়াউল রোশান, সুনেরাহ বিনতে কামাল, রাফিয়াত রশিদ মিথিলা, সাফা কবির, খায়রুল বাসার, মাশা ইসলাম, তানযীর তুহিন, সজল, তানিয়া বৃষ্টি, জেসিয়া ইসলামসহ অনেকে।

লিগে বিজয়ী দলকে এক লাখ টাকা মূল্যের পুরস্কার দেওয়া হবে। সঙ্গে থাকছে ট্রফি। তবে পুরো আয়োজনটি মূলত জাতীয় দলকে উৎসাহ দেওয়া এবং তারকাদের বিনোদনের জন্যই বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

পূর্বপশ্চিমবিডি/এসএম

সেলিব্রেটি ক্রিকেট লিগ,ঢাকা,তারকা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close